আলাপনকে ছাড়া যাবেনা! মোদীকে কড়া চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মমতার

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) নিয়ে কেন্দ্র-রাজ্যের সংঘাত জারি রয়েছে। সোমবার দিল্লীর নর্থ ব্লকে কর্মিবর্গ মন্ত্রকে অবিলম্বে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু মুখ্যসচিব সেই নির্দেশ মানলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে ছাড়পত্র না মেলায় আলাপন বন্দ্যোপাধ্যায় আপাতত বাংলাতেই আছেন। আর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সোমবার নবান্নে ইয়াস পরবর্তী পরস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সমীক্ষা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

1621386134 mamata banerjee

আর এরই মধ্যে সোমবার সকাল ১০টার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এখন ছাড়া যাবেনা।

রাজ্যের মুখ্যসচিবের বদলির নির্দেশ নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। সেখানে তিনি কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। তিনি এও বলেছিলেন যে, আলাপন বাঙালি বলেই কেন্দ্র তাঁকে সরিয়ে দিতে চাইছে। তিনি এই অভিযোগ করেছিলেন যে, নরেন্দ্র মোদীর সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো শর্তগুলোকে লঙ্ঘন করছে। তিনি সেদিনই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে, কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে পারবে না রাজ্য।

সোমবারই আলাপন বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যসচিব পদের মেয়াদ শেষ। কিন্তু রাজ্যের তরফ থেকে ওনার পদের মেয়াদ আরও তিনমাস বাড়ানো হয়েছে। মমতা সরকার ওনাকে আপাতত রাজ্যে রেখেই কাজ করাতে চাইছে। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লীর কাছে আবেদনও করেছিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর