বাংলা হান্ট ডেস্কঃ দুদিন থেকে সংবাদের শিরোনামে অনুব্রত (Anubrata Mandal) ইস্যু! গত বৃহস্পতিবার আসানসোলের বিশেষ আদালত থেকে অনুমতি মেলার পর কেষ্টকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার তোড়জোড় শুরু করে ইডি (ED)। তবে এরমধ্যেই কাহানীতে হাজির নতুন মোড়। কী সেটা? অনুব্রতর স্বাস্থ্য সমস্যা।
এই জটিলতা দূর করতে গতকাল আদালত জানায়, কেন্দ্রীয় সরকার পরিচালিত কোনও হাসপাতাল বা কেন্দ্রের অধীনে থাকা কোনও চিকিৎসকে দিয়ে অনুব্রত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তবে মিলবে দিল্লি (Delhi) যাত্রার টিকিট। তবে এখানেই শুরু জটিলতা। ‘বীরভূমের বাঘ’, তৃণমূলের ‘বীর’ অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে হাত তুলে নিল রাজ্য পুলিস প্রশাসন। তবে কেন রাজ্য পুলিস কেষ্টকে হাসপাতালে নিয়ে যেতে পারবে সেই নিয়েই জমেছে ধোঁয়াশা। জানা গিয়েছে এই বিষয়ে এখনও পুলিশ তরফে স্পষ্ট করে কিছু জানানো হয় নি।
সূত্রের খবর, জজেল কর্তৃপক্ষকে একটি মেল করে জানানো হয়েছে অনুব্রতকে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে, হেলথ সার্টিফিকেট হাতে না আসা পর্যন্ত তাকে নিয়ে দিল্লি পাড়ি দিতে পারবে না ইডি। এবার প্রশ্ন তাহলে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষাটা হবে কীভাবে?
জানা গিয়েছে, রবিবার আসানসোল-দুর্গাপুর কমিশনরেটের তরফে আসানসোল জেল কর্তৃপক্ষকে এক মেল করা হয়েছে। তাতে সাফ জানানো হয়েছে অনুব্রতকে নিরাপত্তা দিয়ে কোনও কেন্দ্রীয় সরাকারের হাসপাতালে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ফলে কেষ্টর দিল্লি যাত্রার পথে নতুন করে কাঁটা পড়ল। এবার ইডি কী করে সেটাই এখন দেখার বিষয়।
তবে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে তাহলে আদালতের ঠিক করে দেওয়া সব নির্দেশিকা মেনে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, গতকাল অনুব্রতর জামিনের আবেদন নাকচ করে দেয় কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, কেষ্টর দিল্লি যাত্রা এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে ইডির হাতে চাই অনুব্রতর ফিটনেস সার্টিফিকেট।