বাংলা হান্ট ডেস্কঃ মাতৃবিয়োগে আদালতের অনুমতিতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এবার অর্পিতার প্যারোলের মেয়াদ বাড়াল রাজ্য কারা দফতর। নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত অর্পিতার আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মায়ের মৃত্যুতে গত বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। বর্তমানে বেলঘরিয়ার বাড়িতে রয়েছেন তিনি। প্রথমে দু’দিনের জন্য প্যারোলে মুক্তি পান অর্পিতা। পরে তা আরও বাড়ানো হয়। রবিবার দুপুরে অর্পিতার সংশোধনাগারে ফেরার কথা ছিল। তবে সেই মেয়াদ কিছুটা বাড়ানো হল। সোমবার দুপুরে সংশোধনাগারে ফিরবেন অর্পিতা।
অর্পিতার আবেদন ছিল, মায়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তাই আর কিছুটা সময় বাড়িতেই থাকতে চান। অনিবার্য কারণে আই জি (কারা) কোনও অভিযুক্তকে সর্বমোট পাঁচ দিনের প্যারোলে ছুটি দিতে পারেন। কারা দফতরের আইজি-ই অর্পিতার আবেদনে সাড়া দিয়ে তার প্যারোলের মেয়াদ বৃদ্ধি করেছে। এই অবস্থায় সোমবার জেলে ফিরে যেতে হবে অর্পিতাকে।
জেলবন্দি অবস্থায় একাধিকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছিলেন অর্পিতা। তবে মেলেনি। জেলে থাকাকালীন মায়ের সাথে মাঝে মধ্যে ফোনে কথা হয়েছে শুধু অর্পিতার। দেখা হয়নি। যদিও গ্রেফতারির আগে যদিও বহু বছর মায়ের সঙ্গে থাকতেন না অর্পিতা। তিনি থাকতেন দক্ষিণ কলকাতার আবাসনে। আর তার মা মিনতিদেবী থাকতেন বেলঘরিয়ায়।
আরও পড়ুন: চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবার ঘাটালে দেবের সামনেই যা হল… তোলপাড় বাংলা
প্রতিবেশীরা জানিয়েছেন, মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করতেন অর্পিতার মা। তবে বেঁচে থাকতে আর দেখা মিলল না। গত বুধবার রাতে অর্পিতার মায়ের মৃত্যু হয়। বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পেয়ে অর্পিতা বলেন, ‘দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য’। ‘আমাকে কেউ একবার জানাল না। তাহলে ভালো চিকিৎসার ব্যবস্থা করতাম।’
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…