ভাঙা চাল কিনে জ্বালানির বিকল্প ইথানল তৈরি করবে রাজ্য, নতুন শিল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে নতুন শিল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ঘোষণা করলেন, এবার থেকে ইথানলের মতো জৈব জ্বালানি তৈরি করা হবে বাংলাতেই। ব্যবহার করা যাবে পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবেই।

পানাগড়ের সরকারি কর্মসূচি থেকে নতুন শিল্প ভাবনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ইথানল হল পরিবেশ বান্ধব জ্বালানি। এটি তৈরি করতে ভাঙা চাল প্রয়োজন হয়। আর এই জ্বালানি পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে’।

bbcbsbbc

তিনি আরও বলেন, ‘চাষিদের থেকে ভাঙ্গা চাল কিনে, তা দিয়ে এই জৈব জ্বালানি ইথানল তৈরি করা হবে। বিনিয়োগ করা হবে দেড় হাজার কোটি টাকা। সরকারের এই কাজের সঙ্গে প্রায় ৪৮ হাজারের বেশি মানুষ যুক্ত হতে পারবেন, পাবেন আয়ের উৎস। বিগত ১০ বছরে প্রায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে বাংলায়’।

মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের কটাক্ষ করে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘মুখ্যমন্ত্রী যে এত বিনিয়োগ এসেছে বলছেন, তাহলে ওনাকে কেন একটিও কারখানা উদ্বোধন করতে দেখা যায়নি? এরকম কথা শুনলে তো, ঘোড়াও হাসবে’।

তবে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিজিবিএস-র মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকার প্রস্তাব এসে গেছে। রাজ্যে অশোকনগরের পাশাপাশি মাটির নীচে আরও একটি জায়গায় তেলের সন্ধান পাওয়া গিয়েছে’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর