সৌরভের তত্ত্বাবধানে ডুবেছে দিল্লি ক্যাপিটালস, তারপরেই আচমকা দেওয়া হলো Z ক্যাটাগরির নিরাপত্তা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই মুহূর্তে আইপিএলের (IPL 2023) সঙ্গে যুক্ত রয়েছেন। প্রিন্স অফ ক্যালকাটা গত বছর বিসিসিআই (BCCI) সভাপতির পদ হারিয়েছেন। তারপর তার পরবর্তী গন্তব্য কি হতে পারে সেই নিয়ে বহুদিন জল্পনা চলার পর খবর এসেছিল যে তিনি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) নামক আইপিএল ফ্র‍্যাঞ্চাইজির ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ নিযুক্ত হচ্ছেন। কিন্তু তিনি এই পদে নিযুক্ত হওয়ার পর চলতি মরশুমে দিল্লির পারফরম্যান্স সবচেয়ে খারাপ।

আইপিএল এখনো শেষ হয়নি। ডেভিড ওয়ার্নারদের এখনো দুটি ম্যাচ খেলতে হবে। কিন্তু বহু আগেই তাদের আইপিএলের প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। এই শেষ দুটি ম্যাচে জিতলেও তাদের অবস্থার বিশেষ কিছু পরিবর্তন হবে না। বড় জোর টেবিলের তলানি থেকে কিছুটা উপরে উঠে আসতে পারবেন তারা।

এই সবকিছুর মাঝেই আচমটাই রাজ্য সরকার সৌরভের নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা নিল। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এতদিন হোয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আচমকা এই খবর শুনে অনেকেই একটু অবাক হয়েছেন।

sourav dc

ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে যে দপ্তর রয়েছে, তাদের তরফ থেকেই সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যেই প্রাক্তন অধিনায়কের বাড়িতে ঠাকুরপুকুর থানার স্পেশ্যাল ব্রাঞ্চের আধিকারিকরা গিয়ে পর্যবেক্ষণ করে এসে সেই বাড়িতে নিরাপত্তা রক্ষের সংখ্যা বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন।

এছাড়া প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট কলকাতায় থাকার সময় যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে তাকে ফলো করবে একটি এসকর্ট কার। যদিও আচমকাই কেন তার নিরাপত্তা বাড়ানো হয়েছে সেই নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সৌরভ এই মুহূর্তে দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়াবিদদের মধ্যে একজন। এমনিতেই তার নিরাপত্তার ওপর বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে রাজ্য সরকার।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর