বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে কার্যত বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ছড়াছড়ি। এমনিতেই বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেন হল বন্দে ভারত। এমতাবস্থায়, চলতি বছরের শুরু থেকেই রাজ্যের প্রথম বন্দে ভারতের সফর শুরু হয়েছে। আপাতত, হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করছে এই সেমি হাইস্পিড ট্রেন।
এদিকে, সম্প্রতি রাজ্যে দ্বিতীয় বন্দে ভারতের আগমনও ঘটেছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই ট্রেনের ট্রায়াল রান। হাওড়া-পুরী রুটে চলাচল করবে ওই ট্রেনটি। ঠিক এই আবহেই রাজ্যের তৃতীয় বন্দে ভারতের রুটটিও সামনে এসেছে। রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছিলেন যে, জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটে ওই ট্রেন চলাচল করবে।
তবে, এবার জানা গেল পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের রুটও। রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানিয়েছেন। জানা গিয়েছে, শীঘ্রই পড়শি রাজ্য ঝাড়খণ্ডে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। তার মধ্যে একটি চলাচল করবে হাওড়া থেকে। মূলত, রাঁচি-পাটনা এবং রাঁচি-হাওড়া রুটে ওই দু’টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে বলে জানা গিয়েছে।
সর্বোপরি, ওই দু’টি সেমি-হাইস্পিড ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, রাঁচির বিজেপি সাংসদ আরও জানিয়েছেন যে, আগামী এক মাসের মধ্যে রাঁচি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হলেও রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তিন মাসের মধ্যে চালু করা হবে।
উল্লেখ্য যে, ওই দুই রুটের বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি ঠিক কি হবে, পাশাপাশি, কোন কোন স্টেশনে সেগুলি দাঁড়াবে এবং নির্দিষ্টভাবে কবে থেকে সেগুলির সফর শুরু হবে সেই বিষয়ে নির্দিষ্টভাবে ভারতীয় রেলের তরফে কিছু জানানো হয়নি। এছাড়াও, ওই রুটগুলিতে বন্দে ভারত চালু হওয়ার বিষয়ে সরকারিভাবেও কিছু জানায়নি রেল।