বালাসোর দুর্ঘটনার পরই পালিয়ে যান বাহানাগার সহকারী স্টেশন মাস্টার! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক : ব্ল্যাক ফ্রাইডে! শুক্রবারই ঘটে গেছে ভয়ংকর দুর্ঘটনা। তিন ট্রেনের সংর্ঘষের মর্মান্তিক দৃশ্য (Coromandel Train Accident)। সময়ের সঙ্গেই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহতের সংখ্যাও সহস্রাধিক। দুর্ঘটনার দায় কার? তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। চলছে রাজনৈতিক তর্জা, একে অপরকে দোষারোপের পালা। আহতদের আর্তনাদ ও মৃতের পরিবারের বিলাপ মিলেমিশে একাকার হয়ে গেছে। এরই মধ্যে প্রকাশ্যে এক চাঞ্চল্যকর তথ্য।

জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় বাহানাগা স্টেশনে কর্তব্যরত ছিলেন সহকারী স্টেশনমাস্টার এসবি মোহান্তি। দুর্ঘটনার পরই পালিয়ে যান তিনি। তার খোঁজ করা হলেও এখনও নিরুদ্দেশ তিনি। আজ সকালেই বালেশ্বরে দুর্ঘটনাস্থলে শেষ হয়েছে উদ্ধারকাজ। বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া কামরাগুলি সরানো হচ্ছে।

গতকালই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। আজ সকালে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব, যিনি বালেশ্বরের দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, তাঁকে ফোন করে উদ্ধারকাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

modi 1

এরই মধ্যে ওড়িশায় গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এ দিন সকালেই তিনি ভুবনেশ্বরে এসে পৌঁছন। তিনি ভুবনেশ্বর এইমসের চিকিৎসক ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা নিয়ে।

এ দিন সকালেই ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার জেরে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যাত্রীদের সমস্য়ার কথা মাথায় রেখে মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার ঘোষণা করেছেন।

আজ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করলেন যে বালেশ্বরে যারা মারা গিয়েছেন, তাদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন যারা, তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Sudipto

সম্পর্কিত খবর