বাংলাহান্ট ডেস্কঃ গত ২৪ মার্চ থেকে ভারতীয় রেল (indian railway) লোকাল ট্রেন (local train) সহ সমস্ত যাত্রীবাহী ট্রেন চালানো বন্ধ রেখেছে। পরিস্থিতি বিচারে শ্রমিক স্পেশাল সহ বেশ কিছু ট্রেন চললেও সাধারণ যাত্রীদের জন্য খোলা হয় নি লোকাল ট্রেন। কিন্তু মমতা ব্যানার্জি ও রাজ্য সরকারের দরবারের পর যে কোনো মুহুর্তে দেওয়া হতে পারে লোকাল ট্রেন চালানোর নির্দেশ। এই কারনেই প্রতিটি স্টেশনেই চলছে প্রস্তুতি।
লোকাল ট্রেন শহর কলকাতা ও শহরতলির লাইফলাইন। প্রতিদিন লাখে লাখে নিত্যযাত্রী আসেন কলকাতার শিয়ালদহ ও যমজ শহর হাওড়া স্টেশন হয়ে নিজেদের কর্মক্ষেত্রে। করোনা পরিস্থিতিতে আনলক পর্ব চালু হলেও এই লাইফলাইন ফের চালু করা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেয় নি মোদি সরকার। তারপর রাজ্য সরকারের তরফেই রেলের কাছে লোকাল ট্রেন চালানোর অনুরোধ করা হয়।
লোকাল ট্রেন শুরু হলে মানতেই হবে সামাজিক দূরত্ব বিধির নিয়ম। সেই নিয়ম যাতে সঠিক ভাবে মেনে চলেন যাত্রীরা তাই ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে যাত্রীর দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। শিয়ালদহ – বনগাঁ, শিয়ালদহ – হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনেই জোর কদমে চলছে এই কাজ। প্ল্যাটফর্ম গুলিতে সাদা বা হলুদ রঙের গোল দাগ দেওয়া হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অন্তর।
লোকাল ট্রেন চালু হওয়ায় আশার পাশাপাশি অন্য প্রশ্নও তুলছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে শিয়ালদহ – বনগাঁ শাখার যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকেই জানেন প্রতিদিন কিভাবে অসম্ভব ভিড় হয় এই শাখায়৷ অন্যান্য শাখাগুলির হালও কমবেশি একই। সব মিলিয়ে ট্রেন চললে সামাজিক দূরত্ব কতটা মেনে চলা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!