বাংলা হান্ট ডেস্ক: সৈনিকদের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছেন বীর যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজ (Chhatrapati Shivaji Maharaj)। এমতাবস্থায়, সেনার মনোবল বাড়াতে এবার বড় উদ্যোগ নিল “আমহি পুনেকর” নামের এক সংগঠন। জানা গিয়েছে, ভারত-পাক সীমান্তে বসতে চলেছে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি। এই প্রসঙ্গে সংগঠনের তরফে বলা হয়েছে যে, শত্রুকে যোগ্য জবাব দেওয়ার ক্ষেত্রে ছত্রপতি শিবাজি মহারাজই ভারতীয় সেনার অনুপ্রেরণা হয়ে উঠবেন।
পাশাপাশি, ভারত-পাক সীমান্তের মত এলাকায় প্রতিদিন এই মূর্তিকে দেখেই লড়াই করার ক্ষেত্রে আত্মবিশ্বাস পাবেন জওয়ানরা। এছাড়াও, ওই সংগঠনের তরফে আরও জানানো হয়েছে যে, এই মূর্তির ভূমি পুজোর জন্য শিবাজি মহারাজের দুর্গ থেকে মাটি নিয়ে আসা হবে।
কোথায় বসবে এই মূর্তি: এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, কাশ্মীরের কিরণ (Kiran) ও টাংধর-তিতওয়াল (Tangdhar-Titwal) উপত্যকায় বসতে চলেছে শিবাজি মহারাজের মূর্তি। পাশাপাশি, কাশ্মীরের কুপওয়ারা জেলা কালেক্টর ডাঃ সাগর দত্তাত্রেয় ডইফোডের অনুমতিতে দ্রুত এই মূর্তিটি স্থাপন করা হবে।
উল্লেখ্য যে, এই উদ্যোগের পরিকল্পনা করেছেন ছত্রপতি শিবাজি মহারাজ আটকেপার স্মারক সমিতির প্রধান অভয়রাজ শিরোলে ও “আমহি পুনেকর” সংগঠনের সভাপতি হেমন্ত যাদব। এই প্রসঙ্গে অভয়রাজ শিরোলে জানিয়েছেন, “ছত্রপতি শিবাজি মহারাজ তাঁর কৌশল ও সাহসী কর্মকাণ্ড দিয়ে শত্রুদের পরাস্ত করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ তাঁর গেরিলা যুদ্ধের কৌশল অনুসরণ করে। শিবাজির আদর্শ ও মূর্তির মাধ্যমে ভারতীয় সেনাদের অনুপ্রাণিত করতে সীমান্তে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি স্থাপন করা হচ্ছে।”
পাশাপাশি, সংগঠনের সভাপতি হেমন্ত যাদব বলেন, ”মার্চের শেষ নাগাদ মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজো সম্পন্ন হবে। রায়গড়, তোরানা, শিবনেরি, রাজগড় ও প্রতাপগড় দুর্গের মাটি ও জল ভূমিপুজোর জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। শিবাজির পদধূলির পবিত্র এই মাটি নিয়ে যাবে আমহি পুনেকার এনজিও।”
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালের জানুয়ারিতে মারাঠা রেজিমেন্ট জম্মু ও কাশ্মীরে ছত্রপতি শিবাজি মহারাজের দু’টি মূর্তি স্থাপন করেছিল। এই মূর্তিগুলির মধ্যে একটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪,৮০০ ফুট উচ্চতায় এলওসির কাছে স্থাপন করা হয়েছে। তবে, এবার পুণে স্থিত এনজিওগুলি দ্বারা আরও দু’টি মূর্তি নির্মাণ করা হবে।