পশ্চিমবঙ্গের দমদম সেন্ট্রাল জেলের কাছে একের পর এক মূর্তি ভেঙে দিলো দুষ্কৃতীরা

বাংলা হান্ট ডেস্ক : আবারও শহর কলকাতার বুকে মনূর্তি ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার দমদম সেন্ট্রাল জেলের কাছে একটি মন্দিরে ঢুকে একের পর এক শিব ও দুর্গা সহ বেশ কয়েকটি মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২৪ ডিসেম্বর অর্থাত্ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই মন্দিরে হ্ঠাত্ই ঢুকে পড়ে। এবং পড়ে একের পর এক মূর্তি ভাঙচুর করে।WhatsApp Image 2019 12 27 at 16.41.37

তবে সেই ব্যক্তিদের এখনও অবধি শনাক্ত করা সম্ভব হয়নি। মূর্তি ভাঙার ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ঠিক কি কারণে, মন্দিরে ঢুকে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে সেই কারণ এখনও অবধি স্পষ্ট্য নয়।  কিন্তু মন্দির ভাঙার ঘটনা নিয়ে রীতিমতো ক্ষিপ্ত মন্দিরের পুরোহিত থেকে শুরু করে স্থানীয়রা।

   

তবে কি সাম্প্রদায়িক বিভাজন ঘটাতেই মন্দিরের মূর্তি ভাঙচুর করে দেওয়া হয়েছে নাকি পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা জানার চেষ্টা করছে স্থানীয় থানার পুলিশ। আপাতত মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্থানীয়দের তরফে।

সম্পর্কিত খবর