বাংলা হান্ট ডেস্কঃ সুদূর আমেরিকার ক্যালিফর্নিয়া রাজ্যের ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে মহত্মা গান্ধীর মূর্তি ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ২৮ জানুয়ারি এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই মূর্তি ২০১৬ সালে ভারত সরকার ডেভিস শহরকে উপহার স্বরুপ দিয়েছিল। ভারত সরকার মহত্মা গান্ধীর মূর্তির সাথে ঘটে যাওয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাস এই মামলার তদন্তের দাবি জানিয়েছে। এর সাথে সাথে এই ঘৃণ্য কাজে লিপ্ত অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে। স্যানফ্র্যান্সিস্কোর ভারতীয় মহাবাণিজ্য দূতাবাস ডেভিস শহরের প্রশাসন আর আধিকারিকদের সামনে এই মামলার তদন্তের দাবি জানিয়েছে। আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
https://twitter.com/THE_CSYA/status/1354644649848172544
ডেভিস শহরের মেয়র এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যারা এই কাজ করেছে, তাঁদের ছাড়া হবে না। এর সাথে সাথে আমেরিকার বিদেশ বিভাগ জানিয়েছে যে, এইরকম বর্বরচীত কাজ অনস্বীকার্য। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া হবে।