এ কেমন হাল ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র!ছাদ চুঁইয়ে পড়ছে জল

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: সর্দার প্যাটেলের ১৫৩ মিটার লম্বা মূর্তিটির ভিউয়িং গ্যালারির ছাদ থেকে চুইয়ে পড়ছে জল। থইথই করছে মেঝে।এই লৌহমানব সর্দার বল্লবভাই প্যাটেলের স্মৃতি রক্ষায় প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করে গুজরাটে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বানানো হয়। ২০১৮ সালের অক্টোবর মাসে বিশ্বের উচ্চতম মূর্তিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূর্তিটির নির্মাণে প্রায় চার বছর ধরে অক্লান্ত পরিশ্রমে করেন ২ হাজার ৫০০ শ্রমিক। তবে জাঁকজমকপূর্ণ উদ্বোধন ও রাজনৈতিক তরজা চললেও মূর্তিটির রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিকবার উঠেছে গাফিলতির অভিযোগ।

 

সোশ্যাল মিডিয়াই ছড়িয়ে পরা প্লাবিত ভিউয়িং গ্যালারির দৃশ্য প্রমাণ করল সেই অভিযোগ যথার্থই। ভিডিওটি শনিবার সকালে তোলা হয়েছে বলে দাবি করেছে একটি জাতীয় সংবাদমাধ্যম।

এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক মাস আগেই ধরনায় বসেছিলেন স্ট্যাচু অফ ইউনিটি-র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা। বকেয়া বেতনের দাবিতেই প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলেন তাঁরা বলে দাবি করেন বিক্ষোভকারীরা।  জানা গিয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি-র রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা।সব মিলিয়ে এই স্ট্যাচু টিকে থাকা এখন প্রশ্নের মুখে!

X