তালিবানের উপর এয়ার স্ট্রাইকের জন্য প্রস্তুত ভারত, চরম হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে আফগানিস্তানে রাজ করছে তালিবানরা (taliban)। ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে সেখানকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে তালিবানরা যদি ভারতের (india) দিকে পা বাড়ায়, তাহলে তাঁদের উপর ‘এয়ারস্ট্রাইক’ করার হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ (yogi adityanath)।

সামনেই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর তার আগেই করা মুডে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথকে। নির্বাচনের পূর্বে দিকে দিকে চলছে সভা সমাবেশ। আর সেই মর্মেই সামাজিক প্রতিনিধি সম্মলনের আয়োজিত অনুষ্ঠানে রবিবার যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী।

yogi adityanathpti 875

সেই সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী যোগী আক্রমণ শানালেন আফগানিস্তানের নয়া কট্টরপন্থী শাসকদের উপর। তিনি বললেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান ভারত আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। অন্য কোন দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না’।

তিনি আরও বলেন, ‘বর্তমান দিনে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও খারাপ করে তুলছে তালিবানরা। তবে যদি কোনক্রমে পাকিস্তান পেরিয়ে ভারতের দিকে আসার চেষ্টা করে তালিবানরা, তাহলে তাঁদের উপর এয়ারস্ট্রাইক করার জন্য প্রস্তুত ভারত’।

সম্প্রতি অখিলেশ যাদবের নয়া জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিকে আক্রমণ করে। আর সেই আক্রমণের জবাব দিতে এদিন ওই দলের প্রধান প্রকাশ রাজভারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী যোগী বলেন, ‘মন্ত্রী হতে চেয়েছিলেন বাবা, এক ছেলে চেয়েছিলেন বিধান পরিষদের সদস্য হতে আর অন্যজন চেয়েছিলেন সাংসদ হতে। এই ধরনের প্রতারণার রাজনীতি যারা করেন, তাঁদের দোকান বন্ধ হওয়ায়ই উচিৎ’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর