১৬ মাসের নির্বাসনের পর মাঠে নেমে বিরাট কোহলির রেকর্ড গুড়িয়ে দিলেন স্টিভ স্মিথ

বাংলা হান্ট ডেস্ক: ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ার পর দীর্ঘ ১৬ মাস তার নির্বাসন হয়। খেলতে পারেননি তিনি। কিন্তু এই দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে শতরান করে স্টিভ স্মিথ। তিনি যে শেষ হয় জান নি তা বুঝিয়ে দেন অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও শতরান (১৪২) হাঁকালেন স্টিভ স্মিথ। শুধু নিজের দলের পাশেই দাঁড়ালেন না, বরং ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ডও। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। নির্বাসন কাটিয়ে ফিরে এসে টেস্টে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে হাঁকালেন স্টিভ স্মিথ।

এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে কেরিয়ারের ২৫ তম সেঞ্চুরিটি করলেন স্মিথ। শেষ পর্যন্ত ১৪২ রান করে আউট হন তিনি।এই সাথেই পিছনে ফেলে দিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে।কোহলি ২৫টি শতরান করেছিলেন ১২৭টি ইনিংসে, সেখানে স্মিথ করেন মাত্র ১১৯ ইনিংসে।শুধু তাই নয়, কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ও ভাঙলেন তিনি।তিনি ২৫টি শতরান করেছিলেন ১৩০টি ইনিংসে। কিন্তু এখনও সবার উর্ধে উঠতে পারেনি স্টিভ। ৬৮টি ইনিংসে ২৫টি টেস্ট সেঞ্চুরি করে এই তালিকায় প্রথম স্থানে আছেন অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন তার নামে। নির্বাসন থেকে ফেরার পর নিজেকে প্রমাণ করার জেদ মাথায় চেপেছে স্টিভ স্মিথের।

সম্পর্কিত খবর