আইসিসি টেষ্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন স্টিভ স্মিথ, ভারত অধিনায়ক বিরাট দু’নম্বরে।

Published On:

এবারের অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সাউথ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কাণ্ডের জন্য এক বছরের জন্য নির্বাসিত ছিলেন স্মিথ। দীর্ঘ এক বছর নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম সিরিজেই সকলের নজর কাড়লেন স্মিথ। এই সিরিজে 774 রান এসেছে তার ব্যাট থেকে। করেছেন তিনটি শতরান এবং তিনটি অর্ধ শতরান। ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করলেন স্মিথ। আর পুরো সিরিজ জুড়ে দারুণ পারফর্মেন্স করার জন্যই ফের একবার টেষ্ট ক্রিকেটের সিংহাসন রইল স্মিথের দখলে।

আইসিসি তাদের টেষ্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয় তালিকা বের করে এবং সেখানে দেখা গিয়েছে যে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ রয়েছেন তালিকার শীর্ষে। আর ঠিক তার পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দীর্ঘ কয়েক মাস ধরে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন বিরাট কোহলি। কিন্তু অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার পরে ব্যাটসম্যানদের যে নতুন তালিকা বের করে আইসিসি সেখানে দেখা গিয়েছে যে বিরাটকে টপকে এক নম্বর স্থান দখল করে নেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আর ফের একবার নতুন করে টেস্ট ব্যাটসম্যানদের তালিকা বের হওয়া দেখা গেল যে 937 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন স্মিথ এবং 904 পয়েন্ট নিয়ে সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

অপরদিকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। এবং অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন জেসন হোল্ডার।

X