বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পর্বে টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হয় অস্ট্রেলিয়া। আর সেই পরাজয়ের পরেই অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) সবাইকে চমকে দিয়ে একটি বড় সিদ্ধান্ত নিলেন। আসলে, তিনি ODI ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু তাঁর অধিনায়কত্বে দলটি কেবল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল। এমন পরিস্থিতিতে তিনি, এবার ODI ক্রিকেট থেকে অবসর নিলেন। তবে, অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও আন্তর্জাতিক T20 ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। ২০২৮ সালের অলিম্পিকেও দেশের হয়ে খেলতে চান তিনি।
ODI ক্রিকেট থেকে অবসর স্টিভ স্মিথের (Steve Smith):
ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে, স্মিথ (Steve Smith) টেস্ট এবং T20 আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন। তাঁর এই সিদ্ধান্ত সম্ভবত লস এঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিক গেমসের অংশ হওয়ার ইচ্ছেকেই প্রতিফলিত করে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পর স্টিভ স্মিথ তাঁর সতীর্থদের তার সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি, তিনি তাঁদের এটাও বলেন যে, “মনে হচ্ছে এখনই খেলা ছাড়ার সঠিক সময়।”
The great Steve Smith has called time on a superb ODI career pic.twitter.com/jsKDmVSG1h
— Cricket Australia (@CricketAus) March 5, 2025
স্মিথ (Steve Smith) একটি প্রেস রিলিজে বলেছেন, “এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল এবং আমি এটির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক আশ্চর্যজনক মুহূর্ত এবং দুর্দান্ত স্মৃতি রয়েছে। দু’টি বিশ্বকাপ জেতা একটি দুর্দান্ত কৃতিত্ব ছিল। সেইসাথে অনেক দুর্দান্ত সতীর্থদের সাথে যাত্রা ভাগ করে নিয়েছি। ২০২৭ সালের ODI বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার জন্য এখন একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। তাই মনে হচ্ছে এখনই আমার খেলা ছেড়ে দেওয়ার সঠিক সময়। তবে, টেস্ট ক্রিকেট এখনও আমার অগ্রাধিকারে থাকবে এবং আমি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, শীতে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার অপেক্ষায় আছি। আমি মনে করি আমার এখনও সেই প্ল্যাটফর্মে অবদান রাখার মতো অনেক কিছু আছে।”
আরও পড়ুন: সোনা-রুপো কিংবা হিরে নয়! এই জিনিসটির জন্যই চিন-আমেরিকার সাথে প্রতিযোগিতায় নেমেছে ভারত
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্টিভ স্মিথ (Steve Smith) আগামী ২ জুন ৩৬ বছরে পা দেবেন। ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক ODI-তে অভিষেক হয়েছিল। এদিকে, গত ৪ মার্চ ২০২৪-এ ভারতের বিরুদ্ধে তিনি তাঁর শেষ ODI ম্যাচ খেলেন। এই ১৫ বছরে তিনি একাধিক নজির অর্জন করেছেন। তবে, তিনি তাঁর অভিষেক ম্যাচে ব্যাট করেননি। কারণ সেই সময় স্পিনার হিসেবে তাঁকে বেশি প্রাধান্য দেওয়া হতো। ওই ম্যাচে তিনি ২ টি উইকেট পান। এদিকে, ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
আরও পড়ুন: বিরাটের দুর্ধর্ষ ইনিংস! অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
বাঁহাতি ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith) অস্ট্রেলিয়ার হয়ে ১৬৯ টি ODI ম্যাচ খেলেছেন। যেখানে ১৫৩ টি ইনিংসে তিনি মোট ৫,৭৩৭ রান করতে সফল হন। তাঁর সর্বোচ্চ স্কোর ১৭৪।এই ফরম্যাটে তাঁর এভারেজ ৪৩.০৬। যেখানে টেন্ট স্ট্রাইক রেট হল ৮৭.১৩। ODI ক্রিকেটে তিনি ১২ টি সেঞ্চুরি এবং ৩৪ টি হাফ-সেঞ্চুরি করেছেন। এছাড়াও, ২০ বার অপরাজিত থেকেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৫১৭ টি চার ও ৫৭ টি ছক্কা মেরেছেন।