বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে নিজেদের ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া দল। আজ সেই সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন ছিল। পার্থের মাটিতে আয়োজিত সেই ম্যাচটির প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। গতকাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
প্রথম ইনিংসের শেষে ৫৯৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে অজি ব্যাটাররা। ডেভিড ওয়ার্নার ছাড়া সকল ব্যাটারই অন্তত অর্ধশতরানের গন্ডি অতিক্রম করেছেন। উসমান খাওয়াজা ৬৫ ও দুর্ভাগ্যজনকভাবে ট্র্যাভিস হেড ৯৯ রান করে আউট হয়েছেন। আগে দ্বিশতরান (২১১) করেছিলেন মার্নাস লাবুসানে। এরপর আজ দ্বিশতরান করেছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথও।
তিনি ২০০ করার পর ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। এটি ছিল স্টিভ স্মিথের ক্যারিয়ারের ২৯ তম শতরান এবং চতুর্থ ডাবল সেঞ্চুরি। কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সর্বকালের সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যানের শতরান সংখ্যা ছুঁয়ে ফেলেছেন স্মিথ। তবে দ্বিশতরানের নিরীখে অজি কিংবদন্তির থেকে অনেকটাই পিছিয়ে তিনি।
আন্তর্জাতিক টেস্ট দ্বিশতরানের দিক দিয়ে এইমুহূর্তে সক্রিয় থাকা ক্রিকেটারদের মধ্যে স্মিথ রয়েছেন ৩ নম্বরে। তার তালিকায়। আগে রয়েছেন জো রুট (৫) ও বিরাট কোহলি। আরেক তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনেরও এই ফরম্যাটে ৪টি দ্বিশতরান রয়েছে। তবে টেস্ট শতরানের দিক দিয়ে প্রত্যেককেই পেছনে ফেলে দিয়েছেন স্মিথ।
তবে অজিদের মধ্যে সর্বোচ্চ টেস্ট শতরানের দিক দিয়ে এখনো চার নম্বরে রয়েছেন স্মিথ। তার আগে রয়েছেন আরও তিনজন কিংবদন্তি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ টেস্ট শতরানের রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের নামে। এই ফরম্যাটে তিনি মোট ৪১টি শতরান করেছেন। এরপর ৩২টি শতরান নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ ওয়া। ৩০টি শতরান নিয়ে তার পরেই রয়েছেন ম্যাথু হেডেন।