আবারও বিপাকে অস্ট্রেলিয়া! তৃতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন কামিন্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে সমস্যার শেষ নেই অজিদের। প্রথম দুটি টেস্টে তারা মাত্র তিন দিনের মধ্যে টেস্ট ম্যাচ হইয়েছে। নাগপুর টেস্টে তারা কোনও রকম লড়াই পেশ করতে পারেনি। দিল্লিতে প্রথম ২ ইনিংসে ভারতের সঙ্গে সমানে সমানে লড়াই করলেও তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার ধ্বংস হয়ে যায় জাদেজার সামনে। ফলে প্রথম ম্যাচের মতো বড় ব্যবধানে না হারলেও দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে হাঁটতে হয়েছিল কামিন্সদের (Pat Cummins)।

এরপর ইন্দোরে তৃতীয় টেস্টের আগে ভারতীয় দল যখন ফুরফুরে মেজাজে তখন বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। চোটের জন্য তিন তারকা ক্রিকেটার এই সিরিজ থেকে পুরোপুরি ছিটকে যান। এই তিনজন হলেন ওপেনার ডেভিড ওয়ার্নার, অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার এবং তারকা পেসার জস হ্যাজেলউড। এই তিন তারকাকে ছাড়াই বাকি বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টে নামতে হবে অজিদের।

কিন্তু এখন আরও একটা বড় ধাক্কা সামনে এলো অজিদের। কিছু পারিবারিক সমস্যার কারণে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মাঝে থাকা বড় ফাঁকা সময়টিতে বাড়ি ফিরেছিলেন অধিনায়ক প‍্যাট কামিন্স। এখন জানা গিয়েছে যে সেই সমস্যার কারণেই তৃতীয় টেস্টে মাঠে নামা হবে না তার।

cummins smith

 

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। বিশাল কিছু সাফল্য না পেলেও মোটামুটি ভদ্রস্থ পারফরম্যান্স করেছিলেন কামিন্স। দুই টেস্টেই তার ঝুলিতে সামান্য কিছু হলেও উইকেট এসেছিল। তার অনুপস্থিতিটা অস্ট্রেলিয়ার কাছে কতটা বড় ধাক্কা হবে সেটা অবশ্য সময় বলবে।

ইন্দোরে তার অনুপস্থিতিতে যদি অস্ট্রেলিয়া আবারও এক পেসার নিয়ে মাঠে নামে তাহলে খুব সম্ভবত স্টার্কই হবেন সেই পেসার। আর দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে দেখা যাবে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথকে। তিনি এই সফরে ছিলেন কামিন্সের ডেপুটির দায়িত্বে। যখন অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল তখন তার নেতৃত্বে বেশ লড়াকু পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল অজি বাহিনীকে। স্মিথের অধিনায়ক হতে ভারতকে কি ব্যাক দিতে পারবে অস্ট্রেলিয়া। উত্তর পাওয়ার জন্য আরও কয়েকটা দিনও অপেক্ষা করতে হবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর