কেরিয়ারে সবচেয়ে বেশিবার রান-আউট হয়েছেন এই তারকা ক্রিকেটাররা, তালিকায় দুই ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত বিশ্বকে অনেক দুর্দান্ত ব্যাটার উপহার দিয়েছে যারা বিশ্বের প্রতিটি কোণে রান করেছেন। তাদের ব্যাটিং দক্ষতা বেকায়দায় ফেলতো বিশ্বের তাবড় তাবড় বোলারদের। কিন্তু এদের মধ্যে অনেকেই ২২ গজের ভেতর রানিং দ্য উইকেটে দক্ষ ছিলেন না। পরবর্তীকালে ধোনি কিংবা কোহলির আমলে ভারতীয় দল এই ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। কিন্তু শুনলে আশ্চর্য হবেন যে বিশ্ব ক্রিকেটে যেই তিন তারকা ব্যাটার সবচেয়ে বেশি বার রানআউট হয়েছেন তাদের মধ্যে দুই জনই ভারতীয়। আসুন দেখে নেওয়া যাক তালিকাটি।

স্টিভ ওয়া:

Steve Waugh

অস্ট্রেলিয়ার ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি ব্যাটার স্টিভ ওয়া তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে সারা বিশ্বে পরিচিত ছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার রানআউট হয়েছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। এই ক্রিকেটার তার কেরিয়ারে ১০৪ বার রান আউট হয়েছেন।

 

রাহুল দ্রাবিড়:

Rahul dravid 1

ভারতের প্রাচীর বলে পরিচিত রাহুল দ্রাবিড়ের তার অর্থোডক্স ব্যাটিংয়ের জন্য বিশ্বে পরিচিত ছিলেন। তিনি একবার ক্রিজে থিতু হলে, তাকে আউট করা সেরা বোলারদের পক্ষেও অসম্ভব হয়ে পড়তো। এহেন রাহুল দ্রাবিড় উইকেটের ভেতরে খুব কুইক রানার ছিলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল ১০১ বার রান আউট হয়েছেন।

 

 

সচিন টেন্ডুলকার:

sachin tendulkar

বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার বলে পরিচিত, ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক রেকর্ড নিজের নামে করেছিলেন। কিন্তু এই অভিজ্ঞ খেলোয়াড় তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৮ বার রানআউট হয়েছেন। তার রানিং বিটুইন দ্য উইকেট কখনোই নিখুঁত ছিল না।

 

মাহেলা জয়াবর্ধনে:

mahela jayawardene sri lanka

জয়াবর্ধনে মতো শক্তিশালী ক্রিকেটের গোটা ক্রিকেট জগতের সম্পদ। মাহেলার বড় শট খেলা এবং বড় মঞ্চে পারফরম্যান্স করে দেখানোর ক্ষমতার কথা সকলে জানেন। তিনি শ্রীলঙ্কা দলকে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতানোর সময় দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। মাহেলা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৫ বার রান-আউট হয়েছেন।

 

ইনজামাম-উল-হক:

inzamamam rtr 1632798470262 1632798478657

একসময় ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছিল পাকিস্তান দল। পাকিস্তানের হয়ে ইনজামাম-উল-হক অনেক রান করেছেন। এই তালিকায় এই পাকিস্তানি ব্যাটসম্যানই একমাত্র ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ইনজামাম ৯২ বার রানআউট হয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর