চার রাজ্য জয় করে মায়ের শরণে প্রধানমন্ত্রী মোদী, একসঙ্গে বসে খেলেন খাবার

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে চারটি রাজ্যে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। পাঞ্জাব বাদে সবকটি রাজ্যেই বিজেপির ক্ষমতা ছিল। আর তাঁরা সেই  ক্ষমতা ধরে রাখতে সফল হয়েছে।

অন্যদিকে, পাঞ্জাবে ক্ষমতায় ছিল কংগ্রেস। এবার তাঁরা পাঞ্জাবে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে বাম্পার জয় হাসিল করে নিয়েছে। তবে, শুধু পাঞ্জাবেই না, বাকি চার রাজ্যেও বিপর্যস্ত হয়েছে কংগ্রেস।

উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। পাশাপাশি বিজেপির বিকল্প হয়ে উঠে এসেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টি। এতদিন ধরে AAP শুধুমাত্র দিল্লিতেই সীমাবদ্ধ ছিল। এবার তাঁরা দিল্লি ছাড়িয়ে পাঞ্জাবেও নিজের ঝাণ্ডা গেড়েছে।

চার রাজ্যের জয়ের পর দুদিনের নির্ধারিত গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে তিনি বিজেপির অফিস সহ বেশ কয়েকটি জায়গায় যান। পাশাপাশি তিনি নিজের বাড়িতেও যান। বাড়িতে গিয়ে মা হিরাবেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। মায়ের সাথে সাক্ষাতের পর দুজনা বসে একসঙ্গে খাবারও খান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর