বাংলায় ফের সক্রিয় জঙ্গি মডিউল, দুর্গাপুরে STF-র হাতে গ্রেফতার মেধাবী কলেজ পড়ুয়া

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? শনিবার দুর্গাপুরের (Durgapur) কাঁকসা থেকে মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যোগ রয়েছে ওই যুবকের।

সূত্রের খবর, শনিবার দুপুর ৩টে নাগাদ কাঁকসার মীরেপাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল সেখ কে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতর বাড়ি থেকে জঙ্গি-যোগের একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন, STF এর আধিকারিকরা। যার থেকে আরও স্পষ্ট হয়েছে জঙ্গি যোগের বিষয়টি।

শনিবার দীর্ঘ সময় জেরার করার পর বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মিরেপাড়ার যুবক মহম্মদ হাবিবুলকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারী সূত্রে খবর, হাবিবুল মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র।

এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন হাবিবুল্লা। এরম ছাত্রের জঙ্গি যোগের কথা মানতে পারছেন না এলাকার বাসিন্দারাও। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়াশোনায় ভালো হলেও হাবিবুল্লা নিয়মিত ক্লাসে আসত না।

পুলিশের দাবি, ‘আনসার আল ইসলাম’ নামে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠন আল কায়দার হয়েও কাজ করে। ইতিমধ্যেই কাঁকসা থানায় হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতের পাশাপাশি পরিবারের লোকজনদেরও নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

arrested

আরও পড়ুন: বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, কাল থেকে ভারী বর্ষণ ৫ জেলায়: আবহাওয়ার খবর

গতকাল ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় ACP কাঁকসা সহ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। কলেজ পড়ুয়াকে জেরা করে তার সাথে জঙ্গি যোগের বিষয়টি বিস্তারে তদন্তকারী আধিকারিকরা। রবিবার মহম্মদ হাবিবুল্লা নানের ওই পড়ুয়াকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে এসটিএফ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর