কলকাতায় মাদক চক্রের পর্দাফাঁস! অভিযান চালিয়ে ৩৬০০ কেজি আফিম উদ্ধার করলো STF, গ্রেফতার ২

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার (Kolkata) বুকে ফের একবার বিপুল পরিমাণ মাদকের খোঁজ মিললো। এবার কেন্দ্রস্থল আনন্দপুর (Anandapur) এলাকা। উক্ত স্থানের একটি গোডাউন থেকে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটে এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ (STF)।

সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মাদক উদ্ধারের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। সেই ধারা বজায় রেখে গতকাল আনন্দপুর এলাকায় একটি গোডাউনে হানা চালিয়ে ৩৬০০ কেজি পোস্তর খোলা উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স। এক্ষেত্রে মোট ১৬৩ টি বস্তা ভরে উদ্ধার করা হয় ৩৬০০ কেজি আফিম তৈরি করার সামগ্রী, সবমিলিয়ে যার বাজার মূল্য ৩০ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে মূল দুই অভিযুক্ত। এক্ষেত্রে সুলতান আহমেদ এবং তার সহযোগী ফইজ আলমকে গ্রেফতার করার পাশাপাশি এদিন তাদের আদালতে তোলা হয়। অভিযুক্তদের হেফাজতে নেওয়ার মাধ্যমে তাদেরকে জেরা করার দ্বারা মাদক উদ্ধারের ঘটনায় আরো একাধিক তথ্য পুলিশের হাতে আসবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এদিন কাটোয়ার দাঁইহাট বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে মোট আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার করে পুলিশ। এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে এলাকাবাসীদের।

drugs

মাদক উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই রোহন কুমার, প্রেমচন্দ্র সিং, বিজয় সিং এবং নাসির আলি নামে চারজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে তাদের নিকট হতে প্রায় ১৪ লক্ষ টাকা এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে বলে খবর।

Sayan Das

সম্পর্কিত খবর