চাঁদ থেকে এমন জিনিস নিয়ে এল চিন অবাক গোটা বিশ্ব! আমেরিকাকে পেছনে ফেলে তৈরি করল ইতিহাস

   

বাংলা হান্ট ডেস্ক: চাঁদের দূরবর্তী অংশ থেকে মাটির নমুনা পৃথিবীতে আনতে সফল হয়েছে চিন (China)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনের Chang’e 6 মিশন মঙ্গলবার সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে। যেটি উত্তর চিনের মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে। এমতাবস্থায়, চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর ঝাং কেজিয়ান জানিয়েছেন যে, “আমি এখন ঘোষণা করতে পারি যে চাঁদের পৃষ্ঠ থেকে মাটি খনন ও নমুনা আনার জন্য Chang’e 6 মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।”

পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীদের পুরো দলকে অভিনন্দন জানিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, “মহাকাশ ও প্রযুক্তিতে এই সাফল্য আমাদের দেশের জন্য বিশ্বব্যাপী শক্তিতে পরিণত হওয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।” এদিকে, চিনা বিজ্ঞানীদের বিশ্বাস চাঁদ থেকে যে নমুনা নিয়ে আসা হয়েছে তা ২.৫ মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া আগ্নেয়গিরির অবশিষ্টাংশ হতে পারে।

The whole world was surprised when China brought such things from the moon.

এদিকে, যদি এটি ঘটে, তাহলে এই অবশিষ্টাংশগুলি চাঁদের দু’টি মেরুর মধ্যে ভৌগলিক পার্থক্যের উত্তর খুঁজে পেতে সহায়তা করতে পারে। পাশাপাশি, চাঁদ থেকে পাওয়া এইসব মাটির নমুনা পরীক্ষা করে চাঁদের ভৌগোলিক অবস্থা সম্পর্কে সঠিক উত্তর পাওয়া যাবে বলেও অনুমান করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে শাক সবজির দাম, এবার অ্যাকশনে পশ্চিমবঙ্গ সরকার! নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ

চিনা অ্যাকাডেমি অফ সায়েন্সেসের ভূতত্ত্ববিদ জংইউ ইউ এক বিবৃতিতে জানিয়েছেন যে, চাঁদের কাছের দিকটি পৃথিবী থেকে দৃশ্যমান এবং দূরের অংশটি মহাকাশের দিকে রয়েছে। চাঁদের দূরের দিকটিতে পাহাড় এবং গর্ত রয়েছে। যেটি পৃথিবীর সামনে থাকা সমতল বিস্তৃতির বিপরীত।

আরও পড়ুন: কেন্দ্রে সরকার গঠন হলেও বড় ঝটকা খেল BJP! সমর্থন হারাল এই দলের

জংইউ আরও বলেছেন যে, সাম্প্রতিক বছরগুলিতে, ভারত, জাপান প্রভৃতি দেশের মিশনগুলির উৎক্ষেপণের মাধ্যমে অনুসন্ধান কেন্দ্রের দিকে চলে এসেছে। এর আগে আমেরিকা ও রাশিয়ার মতো দেশ চাঁদের কাছাকাছি থেকে নমুনা সংগ্রহ করেছিল। প্রায় সবক্ষেত্রেই আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া চিন মহাকাশ ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। এদিকে, চিন তার নতুন মহাকাশ স্টেশনও চালু করেছে। যেখানে তারা নিয়মিত তার ক্রু পাঠায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Chang’e 6 গত ৩ মে পৃথিবী থেকে সফর শুরু করেছিল। যেটি তার ৫৩ দিনের যাত্রা সফলভাবে শেষ করেছে মঙ্গলবার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর