বাংলা হান্ট নিউজ ডেস্ক: একসময় সৌরভ গাঙ্গুলীর সুপারিশে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিকদের সঙ্গে জোট বাঁধার দিকে এগোচ্ছিল ইস্টবেঙ্গল। কিন্তু আচমকাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ইমামির সঙ্গে রাতারাতি জোট বাঁধতে সম্মত হয় লাল হলুদ কর্তারা। মমতা ব্যানার্জি জানিয়েছিলেন যে তিনি দুই পক্ষের মধ্যে কথা বলিয়ে দিয়েছেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে চুক্তির মেয়াদ এবং অন্যান্য যাবতীয় বিষয় নির্ধারণ করে নেবেন। কিন্তু তারপর বেশ কিছুদিন কেটে গেলেও এখনো দুই পক্ষের মধ্যে কোন চুক্তি সম্পন্ন হলো না।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আজ শনিবার বিকেলেই ইমাম এর তরফ থেকে লাল-হলুদ তাঁবুতে পৌঁছে দেওয়ার কথা ছিল চুক্তির খসড়া। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা যাচ্ছে আজ নাকি চুক্তির খসড়া পৌঁছয়নি ইস্টবেঙ্গল ক্লাবে। যা বিশ্লেষণ করতে গেলে দু’রকম কথা উঠে আসছে।
প্রথম ধারণা অনুযায়ী জানা যাচ্ছে ইমামি শুধুমাত্র ডুরান্ড কাপ এবং আইএসএল এর জন্য বিনিয়োগ করতে রাজি ছিলেন। কলকাতা লিগ সুপার কাপের জন্য বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন না তারা। কি ব্যাপার ঠিক এবং চুক্তি সংক্রান্ত আরো কিছু খুঁটিনাটি জিনিস নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে তাদের সামান্য কিছু মতবিরোধ ঘটেছিল। সেই মতবিরোধের কারণে চুক্তিপত্র আসতে বিলম্ব হচ্ছে। কিন্তু সেইসব মনোমালিন্য নাকি মিটে গিয়েছে এবং খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই ডিল ফাইনাল হয়ে যাবে দুই পক্ষের মধ্যে যদিও এই কথা বিশ্বাস করতে নারাজ অনেক লাল-হলুদ সমর্থকই।
কিন্তু দ্বিতীয় ধারণাটা উঠে এসেছে ইমামি গ্রুপের সঙ্গে জড়িত এক বিশ্বস্ত সূত্রর সাথে কথা বলার পর। সেই সূত্র মারফত খবর পাওয়া গেছে যে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে এখনো ঠিকঠাক আলোচনা হয়ে ওঠেনি ইমামি গ্রুপের। ইস্টবেঙ্গল কর্তাদের আকাশছোঁয়া দাবির কথা শুনে একটু চিন্তিত তারা। ফলে খুব ভেবে-চিন্তে পদক্ষেপ নিতে চাইছে তারা। তবে তার মানে এটা নয় যে তারা পুরোপুরি ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে। শ্রী সিমেন্ট এবং কোয়েস পর্বের পর একটা ব্যাপার পরিষ্কার যে ইস্টবেঙ্গল কর্তাদের ইনভেস্টর সামলানোর ক্ষমতা খুব একটা উঁচু মানের নয়। তাই যতদিন না নিশ্চিত খবর আসছে ততদিন বিশবাঁও জলে পড়ে রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের ভালো দল তৈরি।