মেলবোর্নে লজ্জার রেকর্ড স্মিথের, খাতায় খুলতে পারলেন না স্মিথ

বাংলা হান্ট ডেস্কঃ ব্যাট হাতে 22 গজে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের (Stive Smith)। যে স্মিথ ভারতের বিরুদ্ধে খেলা থাকলে দুর্দান্ত পারফরম্যান্স করেন, ভারতের বিরুদ্ধে বারবার বড় রান করেছেন সে স্মিথ বারবার ব্যাট হাতে হতাশ করছেন। স্মিথের অন্যতম লাকি গ্রাউন্ড হিসেবে ধরা হয় মেলবোর্ন স্টেডিয়ামকে। আর এই মেলবোর্নেই ব্যাট হাতে হতাশ করলেন স্মিথ। ক্যারিয়ারে প্রথমবার টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফিরতে হল স্মিথকে।

এই মেলবোর্ন স্টেডিয়াম স্মিথের অন্যতম প্রিয় স্টেডিয়াম। এখানে ব্যাট করে ঝুড়ি ঝুড়ি রান করেন স্মিথ। এই স্টেডিয়ামে 7 টি টেস্ট ম্যাচ খেলে স্মিথের গড় রান 113.5। রয়েছে চারটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। আর এই প্রিয় স্টেডিয়ামেই স্মিথকে শূন্য রানে সাজঘরে ফিরতে হল।

পরিসংখ্যান বলছে ভারতের বিরুদ্ধে স্মিথের ব্যাটিং পারফরম্যান্স দুর্দান্ত। ভারতের বিরুদ্ধে 10 টি টেস্ট ম্যাচ খেলে দশটি সেঞ্চুরি করেছেন স্মিথ। রয়েছে 1429 রান। আর এই ভারতের বিরুদ্ধে দুটি টেস্টে স্মিথের এখনও পর্যন্ত রান 2, প্রথম টেস্টের প্রথম ইনিংসে 1 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন স্মিথ এবং দ্বিতীয় ইনিংসে 1 রানে অপরাজিত থাকেন। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অশ্বিনের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হল স্মিথকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর