বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএল (IPL) শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে সুনীল নারিনকে দেখা যাচ্ছিল কিন্তু প্রত্যেক ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স করে সুনীল নারিন। তারপর থেকে সুনীল নারিনকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমর্থকদের দাবি মেনে নিয়ে নারিনকে সরিয়ে কেকেআরের ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে নেমেছিল রাহুল ত্রিপাঠি।
প্রথমবার কেকেআর জার্সি গায়ে ওপেন করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন রাহুল ত্রিপাঠী। তবে এইদিন ঘটলো আরেক অবাক করা কান্ড। কেকেআর ব্যাটসম্যান নিতিশ রানা আউট হওয়ার পরেই চার নম্বরে যখন সবাই আশা করেছিল এবার হয়তো ইয়ন মর্গ্যান নামবেন কিন্তু সেই সময় সবাইকে অবাক করে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট নারিনের বদলে ক্রিজে নামালো ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার সুনীল নারিনকে।
Narine before Morgan???
— Ben Stokes (@benstokes38) October 7, 2020
কলকাতা নাইট রাইডার্সের এমন সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় চলে। অনেকেই কলকাতার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। আবার অনেকেই কেকেআরের এই সিদ্ধান্তর সমালোচনা করেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এবং ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। মর্গ্যানের আগে নারিনকে নামতে দেখার পরে টুইট করে তিনি লিখেছেন, ‘মর্গ্যানের আগে নারিন’ অর্থাৎ তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না যে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের আগে নামানো হল নারিনকে? তারপরই বেন স্টোকসের টুইটের জবাবে যুবরাজ সিং লিখেছেন, ” হ্যাঁ যেমনটা স্টোকসের আগে যুবরাজ। কখনও কখনও অলরাউন্ডারদের আগে পাঠানোর দরকার হয়। যে বোলাররা ব্যাট করতে পারে তারা মারার জন্যই মাঠে নামেন।” অর্থাৎ যুবরাজ সিং কেকেআর টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে পুরোপুরি ভাবে সমর্থন জানিয়েছেন।