জাগ্রত কালী মূর্তি চুরি করে পালিয়েছিল চোর, ফের যে অলৌকিক ঘটনা ঘটে! শুনলে ‘হাঁ” হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : হিন্দু ধর্মে দেব-দেবীদের নিয়ে অনেক অলৌকিক অতিপ্রাকৃতিক কথা বা গল্প প্রচলিত রয়েছে জনসমাজে। তার মধ্যে বেশিরভাগই শোনা কথা। চোখের সামনে দেখার সৌভাগ্যই বা কতজনের হয়! তবে ঠিক এমনই একটি অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখা গেল হুগলিতে। কি সেই ঘটনা?

হঠাৎ এই রাতের অন্ধকারে তালা ভেঙে মন্দির থেকে চুরি হয়ে যায় বহু দিনের পুরনো জাগ্রত কালী মায়ের মূর্তি। প্রাচীন এই মূর্তিটি তৈরি বহু বছর আগেকার পাথর দিয়ে। যার হয়তো মূল্য দেখা যাবে বর্তমানে কোটি কোটি টাকা। হুগলি জঙ্গিপাড়ার আত্রায় এই জাগ্রত কালী মন্দিরটি অবস্থিত। সেখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন মায়ের কাছে যা চাওয়া হয় তাই ই মা পূরণ করেন। এমনকি তারা এটাও বলেন যে মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। সেই জাগ্রত মায়ের মূর্তি চুরি যাবার ঘটনায় গভীর বিষাদের মেঘ জড়ো হয়েছিল সবার মনে। সেই মূর্তি ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিল সবাই।

জানা গিয়েছে, গত ৭ই অক্টোবর রাতে মন্দির থেকে তালা ভেঙে চুরি যায় বিগ্রহটি। তারপর ঘটনা জানাজানি হতেই সবাই মনে মনে দুঃখ পেলেও তারা আশাবাদী ছিলেন ঠিকই মায়ের মূর্তি তারা ফিরে পাবেন। মা ঠিকই তার বাসস্থানে ফিরবেন। কারণ এর আগেও এই মন্দির থেকে চলে গিয়েছিল মায়ের গয়না ও প্রণামী বাক্স। সেইবারে ও চোরের সন্ধান না মিললেও সেই সমস্ত গয়না ও প্রণামী বাক্স খুঁজে পাওয়া গিয়েছিল নিকটবর্তী একটি পুকুরের পাশ থেকে। সেটিও ছিল যথেষ্টই অলৌকিক ঘটনা। আর এবারেও সেই একইভাবে অলৌকিকতা বজায় রেখে মায়ের বিগ্রহ খুঁজে পাওয়া গেল শ্মশান থেকে।

jpg 20221012 121304 0000

প্রথমেই মায়ের মূর্তি শ্মশানে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। তারপরেই হইচই পড়ে যায় সারা গ্রাম জুড়ে। খবর দেওয়া হয় মুখার্জি পরিবারে। তারা এসে সহস্তে শশান থেকে মায়ের বিগ্রহটি তুলে নিয়ে পুনরায় মন্দিরে স্থাপন করেন। কালীপুজোর আগে এমন ঘটনা সারা ফেলে দিয়েছে হুগলী সহ সারা বাংলায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর