সরস্বতী মূর্তির বিসর্জনের শোভাযাত্রায় ছোড়া হল পাথর! আহত একাধিক, উত্তাল এলাকা

বাংলা হান্ট ডেস্ক : সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠল মুসলিমদের বিরুদ্ধে।হামলায় নাকি আহত হয়েছে ২ জন পুলিসকর্মীও। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়া জেলায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে ১৫ রাউণ্ড গুলি চালায় পুলিস।

গত ২৭ জানুয়ারি রাতের ঘটনা। মা সরস্বতীর মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হয় হিন্দুরা। সেই শোভাযাত্রা মুসলিম এলাকায় পৌঁছলে বাসিন্দারা বাধা দেন। শুরু হয় দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি। খবর দেওয়া হয় পুলিসকে। পুলিস ঘটনা স্থলে পৌঁছেও পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারে নি।

এরই মধ্যে দুপাশের বাড়ির ছাদ থেকে শুরু হয় এলোপাতাড়ি পাথর বৃষ্টি। স্থানীয় মানুষজন জানান, যে ভাবে পাথর ছোড়া শুরু হয়, তাতে একটা বিষয় পরিস্কার যে এই পুরো ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। আগে থেকেই ছাদের উপরে পাথর জড়ো করে রাখাছিল। কিছুক্ষণের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। মুসলিম দল মানুষের বাড়িতে ঢুকে ঢুকে মহিলা ও শিশুদের মারধর করে।

jharkhand 2

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিস ১৫ রাউন্ড গুলি চালাতে হয়। এরপরই রাত ৯ টা নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হন এসপি, এসডিও, এসডিপিও সহ আরও একাধিক প্রশাসনিক কর্তাব্যক্তিরা। জামতাড়ার ডেপুটি কমিশনার অফ পুলিস ফৈজ আহমেদ বলেন, ‘এক দল সমাজবিরোধী এলাকার শান্তি নষ্টের চেষ্টা করে। অপরাধিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।’

সরস্বতী পুজোর বিসর্জনের যাত্রাতেও হিন্দু-মুসলিমের সংঘর্ষ, আর কী কী ঘটবে এ দেশে! ধিক্কার সমাজকে । বিদ্যার দেবী সকলের, কিন্তু সেখানেও সাম্প্রদায়িক হিংসার চিত্র উঠে আসছে । এ কোন সমাজ, যেখানে সরস্বতীকেও রেহাই দিচ্ছে না সাম্প্রদায়িক হিংসা থেকে । প্রতিমাকে বিদায় দিতে গিয়ে এমন ঘটনা সত্যিই নিন্দার জায়গাই তৈরি করে ।


Sudipto

সম্পর্কিত খবর