বাংলা হান্ট ডেক্সঃ নাগরিকতা সংশোধন আইন আর NRC এর বিরুদ্ধে রবিবার দিল্লীর মৌজপুর (Maujpur) এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, সিএএ এর বিরুদ্ধে আর সিএএ সমর্থনে প্রদর্শনকারীরা সামনা-সামনি চলে আসে। দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এরপর দুই তরফ থেকেই পাথবারজি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত দিল্লী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে।
মৌজপুর এলাকায় উত্তেজনা ছড়ানোর পর দিল্লী মেট্রো মৌজপুর-বাবারপুর মেট্রো স্টেশনের প্রবেশ আর বাহির পথ বন্ধ করে দেয়।
মৌজপুরে দুই পক্ষে একে অপরের উপর পাথর ছুরছে। সংবাদ সংস্থা এএনআই একটি ছবি প্রকাশ করেছে, যেখানে গোটা রাস্তায় চারিদিকে পাথর পড়ে রয়েছে দেখা যাচ্ছে। পুলিশ সেখানে দুই পক্ষেকেই বোঝানোর চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ব্যবহার করেছে পুলিশ।
উল্লেখ্য, দিল্লীর জাফরাবাদ মেট্রো স্টেশনের বাইরে শনিবার রাতে হাজার হাজার মহিলা জড় হয়ে সিএএ আর এনআরসি’র বিরুদ্ধে স্লোগান দেন। আন্দোলনরত মহিলারা রাস্তা জ্যাম করে জানান, যতদিন না সরকার এই দুই আইন রদ করছে, ততদিন তাঁরা সেখান থেকে সরবে না।