দুর্গাপুরে মায়ের বিসর্জনে হামলা! পাথর ছুড়ে চলল তাণ্ডব, দু’পক্ষের বচসায় উত্তেজনা এলাকায়

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রায় পাথর ছোড়ার (Stone) অভিযোগ অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে! চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) মুরারইয়ের (Murarui) আমডোল গ্রামে। পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটে। কিন্তু তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। এই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়। সে নিয়েই তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, ওই গ্রামে দেবী দুর্গার বিসর্জনের সময় শোভাযাত্রা বের করা হয়েছিল। ঠিক সেই সময় অন্য সম্প্রদায়ের কিছু মানুষ ওই শোভাযাত্রাকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। সেখানে সেই সময় পুলিশ থাকলেও শত চেষ্টা করেও পাথর ছোড়া আটকাতে পারেনি তারা।

সোশ্যাল মিডিয়ার পোস্টে সুকান্ত লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে এভাবেই তোষণের রাজনীতি ছড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর ফলে বাঙালি হিন্দুদের আস্থা ও রীতির ওপর পাথর ছোড়া হচ্ছে। ধর্মনিরপেক্ষতার অর্থ সব ধর্মের প্রতি সহনশীলতা এবং পারস্পারিক শ্রদ্ধা বজায় রাখা। কিন্তু ভোট ব্যাঙ্কের রাজনীতিতে ডুবে থাকা তৃণমূল কংগ্রেসের কাছে এই বিষয়টি একেবারেই অজানা।’

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সুকান্তর ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘মুসলিমরা (Muslim) হিন্দুদের (Hindu) দেবী দুর্গার (Durga) শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছুড়ছে। সেখানে পুলিশ চেষ্টা করেও হামলা থামাতে পারছে না।’

উল্লেখ্য, মার্চ মাসে রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল রাজ্যের একাধিক জায়গা। হাওড়া, হুগলি-সহ একাধিক জায়গায় তুমুল অশান্তি ছড়িয়েছিল। যাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য-রাজনীতি। এবার দুর্গাপুজো নিয়েও অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে এল।

Monojit

সম্পর্কিত খবর