বাংলা হান্ট ডেস্কঃ উত্তরাখণ্ডের রুড়কির লিব্বারেহড়ি এলাকায় দীপাবলির রাতে বাজি পোড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক বেঁধে যায়। বিতর্ক এতটাই বেড়ে যায় যে, দুই পক্ষই একে অপরের উপর পাথর ছোড়াছুঁড়ি করে। এই সংঘর্ষে তিনজন আহত হন। খবর পেতেই গ্রামে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়ে, আর লাঠি চার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এই ঘটনার পর পুলিশ মেহেরউদ্দিন, শাহনওয়াজ সোহেল সমেত ৬০ মুসলিমদের বিরুদ্ধে মামলা দায়ের করে নেয়।
রাতে এই ঘটনার খবর পেতেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায়। কোতওয়ালি ইনচার্জ প্রদীপ চৌহান বলেন, দুই সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষ হওয়াতে এলাকায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাত থেকেই গ্রামে পুলিশ আর পিএসসি মোতায়েন করা হয়েছে। থানা থেকে দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন করেছে। দীপাবলির রাতে যখন এই বিতর্ক শুরু হয়, তখন সেখানে প্রচুর পরিমাণে জনতা উপস্থিত ছিলেন। পাথরবাজি শুরু হওয়ার পর মানুষ আতঙ্কে বাড়ির ছাদে উঠে যায়। অনেকেই নিজের মোবাইল দিয়ে এই ঘটনার ভিডিও করেন। পুলিশের কাছেও এই ঘটনার ভিডিও পাঠানো হয়। পুলিশ ভিডিও দেখে উপদ্রবিদের পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে।
দুই যুবকের সাথে মারপিট, পাথরবাজি এবং হাওয়ায় ফায়ারিং করার মামলায় অভিযুক্ত সমেত অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ সোমবার অভিযুক্ত মেহেরউদ্দিন, শাহনওয়াজ, ভুরা আর সেলিমকে গ্রেফতার করেছে। প্রদীপ চৌহান জানান, পলাতক সোহেলকে গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।