বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। জানা গিয়েছে গত বুধবার সন্ধ্যায় ছত্তিসগড়ে (Chattisgarh) বন্দে ভারত ট্রেনের উদ্দেশ্যে পাথর ছোঁড়া হয়। এমনকি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেনের জানালার কাঁচও ভেঙে যায়। যদিও, যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
এমতাবস্থায়, এই খবর পেয়ে আরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান। পাশাপাশি, ঘটনার তদন্তও শুরু করা হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চার দিনই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নাগপুর-বিলাসপুর বন্দে ভারত ট্রেনের পরিষেবার শুভ সূচনা করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের (SECR) রায়পুর বিভাগের অন্তর্গত দুর্গ এবং ভিলাই স্টেশনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসটি পৌঁছলে কেউ বা কারা ট্রেনটির উদ্দেশ্যে পাথর ছুঁড়তে থাকে। এদিকে, পাথরের ধাক্কায় E-1 কোচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। এমতাবস্থায় ঘটনার পরপরই বিষয়টি RPF-কে জানানো হয়। তারপরেই ঘটনাস্থলে পৌঁছে যান জওয়ানরা। নাগপুর থেকে বিলাসপুর আসছিল এই সেমি-হাই স্পিড ট্রেনটি।
এই প্রসঙ্গে রেলের অধিকারিকরা জানিয়েছেন যে, রেলওয়ে সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে, মনে করা হচ্ছে যে, নিছক ধূর্ততার কারণেই কেউ এই কাজ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, মহারাষ্ট্রের নাগপুর এবং ছত্তিশগড়ের বিলাসপুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের ষষ্ঠ ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। গত ১১ ডিসেম্বর নাগপুরে প্রধানমন্ত্রী মোদী এটি চালু করেছিলেন। এরপর থেকে শনিবার বাদ দিয়ে সপ্তাহে ছয় দিন চলছে এই ট্রেন।
এদিকে, বন্দে ভারত ট্রেন যাত্রীদের আরও ভালোভাবে পরিষেবা প্রদান করছে। এমতাবস্থায়, IRCTC বিলাসপুর থেকে নাগপুর পর্যন্ত এই ট্রেনের চেয়ার কারের ভাড়া নির্ধারণ করেছে AC-II-এর জন্য ১,০৭৭ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২,০৪৫ টাকা। পাশাপাশি ট্রেনটিতে মোট ১৬ টি কোচ রয়েছে, যার মধ্যে ১৪ টি চেয়ার কার এবং ২ টি এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে। এছাড়াও, এই ট্রেনে ১,১২৮ জন যাত্রী বসতে পারবেন।