প্রজাতন্ত্র দিবসে অগ্নিগর্ভ এলাকা! প্যারেডে পাথর হামলা, ঘটনাস্থলে মোতায়েন প্রচুর পুলিশ

বাংলা হান্ট ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন সকাল থেকেই শুরু হল বিশৃঙ্খলা। এক পক্ষ অপর গোষ্ঠীকে কেন্দ্র করে তুমুল ইঁট ছোড়ে। বেরিয়ে আসে লাঠি, কুড়ালও। মিডিয়া সূত্রে খবর, ইতিমধ্যেই তিনজন গুরুতর আহত হয়েছেন এতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে জমায়েত হয়েছে পুলিশবাহিনী, চলছে টহলদারি।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার এই দুই পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। সেই সময়কার মত বিষয়টি শান্ত হলেও শুক্রবার সকাল থেকে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মাঝেই গরম হয়ে ওঠে মহল। একপক্ষ, অপরপক্ষের উপর চড়াও হতেই শুরু হয়ে যায় মারামারি।

ঘন্টাখানেকের মধ্যেই উভয় পক্ষ থেকেই প্রচুর লোক জমা হতে থাকে। শুরু হয় পাথর ছোঁড়া। শুরু হয় লাঠিবাজি এবং কুড়ালও ব্যবহার করা হয়। এই হাতাহাতিতে তিনজন গুরুতর আহত হয়েছেন বলেও খবর। খবর পেয়ে ফারাহসহ আশেপাশের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসতেই ছত্রভঙ্গ হয়ে যায় সবাই। তবে আতঙ্ক এখনও রয়েছে।

আরও পড়ুন : ‘কন্যাশ্রী, যুবশ্রীর পর এবার খেলাশ্রী’, ক্রীড়াবিদদের জন্য ভাতা এবং চাকরির ঘোষণা মমতার

republic day

এই মুহূর্তে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্রের খবর, আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। পরিস্থিতি হাতের বাইরে যেতেই প্রশাসনের উর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ সূত্রে খবর, এই সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন গুরুতর আহত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মথুরার (Mathura) পারখম গ্রামে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর