“আফগান নাগরিকদের এভাবে হত্যা করা বন্ধ করুন” কাবুল বিস্ফোরণের ঘটনায় মুখর হলেন রশিদ খান

বাংলা হান্ট ডেস্কঃ তালিবান ক্ষমতা দখলের পর থেকেই কার্যত অশান্ত হয়ে রয়েছে আফগানিস্তান। তাদের অত্যাচারের ভয়ে রীতিমতো গণ পলায়ন শুরু করেছে মানুষ। মূলত কাবুল বিমানবন্দর দিয়েই অন্য দেশে যাবার পথ খুঁজছিলেন আফগান নাগরিকরা। কারণ কাবুলে এখনও রয়েছে আমেরিকা সহ অন্যান্য মিত্র দেশের সৈন্যবাহিনী। যারা অনেক আফগান নাগরিককেই সরিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের দেশে। কিছুক্ষণ আগে সেই কাবুল থেকে এসেছিল এক ভয়ঙ্কর খবর। পেন্টাগনের তরফে মার্কিন প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটারে জানিয়েছিলেন কাবুল বিমানবন্দরের বাইরে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন আহত প্রায় ৫০।

মার্কিন আধিকারিকরা জানিয়েছিলেন, কাবুল এয়ারপোর্টের অ্যাবেয় গেটের বাইরে আত্মঘাতী হামলাকারীরা এই হামলা চালায়। হামলাকারী গুলি চালাতে চালাতে এসে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই গেটের বাইরে মোতায়েন ছিলেন অস্ট্রেলিয়ার জওয়ানরা। এই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন আফগান ক্রিকেটার রশিদ খান।

আফগানিস্তানের এই ধ্বংসলীলা কার্যত সহ্য করতে পারেননি এই ক্রিকেট তারকা। আর তাই বারবার নিজের মত করে মতামত ব্যক্ত করার চেষ্টা করেছেন টুইটারে। আজ কাবুলের ঘটনায় শোকাহত রাশিদ লেখেন, “ফের রক্ত বইছে কাবুলে, আপনাদের কাছে অনুরোধ আফগান নাগরিকদের হত্যা করা বন্ধ করুন।”

https://twitter.com/rashidkhan_19/status/1430935177858060295?s=19

দেশের নাগরিকদের প্রতি সমবেদনা এর আগেও রশিদ ব্যক্ত করেছেন বহুবার। এমনকি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারা বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে হয়তো দেশের বাইরে রয়েছেন তিনি, কিছু মাতৃভূমির পরিস্থিতি তার মন থেকে কেড়ে নিয়েছে শান্তি। আর তাই আজও আরেকবার নিজের মতো করে মুখর হলেন এই তারকা লেগ স্পিনার।


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর