বাংলাহান্ট ডেস্ক: একটু ঝমঝমিয়ে বৃষ্টি হতে না হতেই হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় ব্যান্ডেল স্টেশনে (Bandel) সাবওয়েতে। তবে এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। তারপরে যদি আবার বর্ষাকাল আসে, তাহলে ওই সাবওয়ে দিয়ে চলাচল করার রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। এখন তো সারা বছর কম বেশি জল জমেই থাকে ওই সাবওয়েতে।
এবার স্থানীয় প্রশাসন এবং পূর্ব রেলের যৌথ উদ্যোগে নেওয়া হল সমস্যা সমাধানের উদ্যোগ। গত ১০ জুন সাবওয়েটি পরিদর্শনে আসেন হুগলি-চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, হুগলি সদরের মহকুমাশাসক স্মিতা সান্যাল শুক্লা, পূর্ব রেলের হাওড়া ডিভিশনের আধিকারিক, ইঞ্জিনিয়ার, এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-র (কেএমডিএ) আধিকারিকেরা।
আরোও পড়ুন : DA-র পর ফের ধামাকা! সরকারি কর্মীদের ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমো জারি করল অর্থ দফতর
বর্ষাকাল আসার আগেই এলাকার নিকাশি ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছে রেল ও প্রশাসন। সাবওয়ে সংলগ্ন এলাকা থেকে রসভরা খাল ব্যান্ডেল মোড় হয়ে গঙ্গায় মিশেছে। ওই এলাকাটি ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত। বাকিটা হুগলি-চুঁচুড়া পুরসভার আন্ডারে। এই প্রসঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে এবং পৌরসভা পঞ্চায়েত নিজেদের সামর্থের কথা জানিয়েছে বলে জানান মহকুমা শাসক।
আরোও পড়ুন : রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রধান আচার্য পাড়ি দিলেন না ফেরার দেশে! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এছাড়াও বৈঠকে সাবওয়ে সংলগ্ন খালের উপরে জাল প্রস্তাব প্রসঙ্গে মহকুমা শাসক জানেন,”ওরা (রেল) কী বলে, সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রসভরা খাল গঙ্গায় গিয়ে মিশেছে। পুরসভার পক্ষ থেকে ব্যান্ডেল মোড় থেকে গঙ্গা পর্যন্ত ওই খাল নিয়ম মেনে পরিষ্কার করা হয়। তবে তার আগের অংশ পঞ্চায়েতের আন্ডারে পরে বলে জানান পুর-পারিষদ (স্বাস্থ্য) জয়দেব অধিকারী। তাঁর কথায়,”এরপরেও রেল যদি বড় আকারে সংস্কারের উদ্যোগী হয়, আমরা সহযোগিতা করব।”
এদিনের বৈঠকের স্থির হয়েছে যে, পুর এলাকার বেশিরভাগ নিকাশী নালা গুলি দ্রুত পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। ব্যান্ডেল পঞ্চায়েত এবং রেলের আওতায় থাকা নিকাশী নালা পরিষ্কার করবে রেল। তবে পঞ্চায়েতের পক্ষ থেকে পরবর্তীতে নিকাশি নালা গুলি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ইতিমধ্যে ব্যান্ডেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল। তাই সেক্ষেত্রে সাবওয়ের অবস্থার উন্নতি করতে বদ্ধপরিকর রেল।