দেশজুড়ে নিন্দার ঝড়! কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠলেন বিরাট-রোহিত।

Published On:

চোরা শিকারীদের হাতে বিভিন্ন সময় দেখা গিয়েছে বন্য প্রাণীর মৃত্যু ঘটেছে। চোরা শিকারীদের হাতে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কেরলের মলাপ্পুরামে যে ঘটনাটি ঘটল একজন গর্ভবতী হাতিকে ফলের সাথে বাজি খাইয়ে যেভাবে হত্যা করা হল এই ঘটনায় চোখে জল গোটা দেশের। নিন্দার ঝড় বয়ে গিয়েছে গোটা দেশজুড়ে। দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখা গিয়েছে। এবার সেই সব দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ- অধিনায়ক রোহিত শর্মা।

কিভাবে কেউ একজন গর্ভবতী হাতিকে এইভাবে মারতে পারে? তারা কি আদৌও মানুষ? কেরলের এই নৃশংস ঘটনায় সিউরে উঠেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এইদিন টুইটারে বিরাট কোহলি লিখেছেন,  “কেরলের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বন্য প্রাণীদের প্রতি আরও সহানুভূতিশীল হতে হবে মানুষকে। কেরলে গর্ভবতী হাতিকে যারা হত্যা করেছে তারা কাপুরুষ।”

অপরদিকে কেরলের এই নৃশংস ঘটনার প্রতিবাদে ভারতীয় ক্রিকেট সহ- অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, “আমরা বরবর, আমরা কি কিছুই শিখিনি? আমার হৃদয় ভেঙ্গে গিয়েছে কেরলের হাতি মৃত্যু ঘটনা শুনে। কোন প্রাণীকে এই রকম নির্মমভাবে হত্যা করা যায়না।”

সম্পর্কিত খবর

X