বাংলাহান্ট ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই উঠে আসতে চলেছে ঝড়। লাক্ষাদ্বীপ, গোয়া, গুজরাট, ও কেরলে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ, সিকিম, মেঘালয় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পন্ডিচেরি, রায়লসীমা, ও তেলেঙ্গানায় হতে পারে তুমুল বৃষ্টি। সমুদ্র উপকূলবর্তী এলাকায় উঠতে পারে তুফান। বঙ্গোপসাগর ও আরব সাগরে ৫০ কিমি বেগের ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছেন।