বাংলাহান্ট ডেস্কঃ বাঙালি সাহিত্য চর্চার ইতিহাস হাজার বছরের পুরোনো। জয়দেবের গীতগোবিন্দ বা রবীন্দ্রনাথের কবিতা বাঙালির সাহিত্য বিশ্ব দরবারে চিরকালই সমাদৃত। সাহিত্য চর্চায় বাঙালির জুড়ি মেলা ভার। কিন্তু অনেকের মতে বর্তমানে আধুনিক বাঙালি সেইভাবে আর সাহিত্য চর্চায় আগ্রহী নয়। দেশব্যাপী গৃহবন্দী থাকার সময় বাঙাল কে আবার সাহিত্যচর্চার প্রেরণা দিতে শুরু হলো অণুগল্প প্রতিযোগিতা।
আসানসোলের বার্নপুরের নববিকাশ ক্লাব আয়োজন করল অণুগল্প প্রতিযোগিতার। করোনা আবহে “ফ্লাশ ফিকশন মান্থ” পালিত হবে। ৫০ শব্দের অণুগল্প লিখে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে। সেই গল্প ফেসবুক ও অন্য সোশ্যাল মিডিয়ার পেজে প্রকাশ করা হবে। কার গল্প কতখানি মন কাড়ল নেটিজেনদের, তার ভিত্তিতে প্রতিযোগিতার ফলাফল নির্ধারিত হবে। জনপ্রিয়তার ভিত্তিতে প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
আয়োজকরা মনে করছে এই এই গৃহবন্দী থাকার মরশুম তাদের এই উদ্যোগ বিপুল জনপ্রিয়তা পাবে গত বছরের এই প্রতিযোগিতায় প্রায় 100 টি অনুগল্প জমা পড়েছিল এবার সেই সংখ্যা কয়েকগুণ বাড়বে বলে মনে করছে আয়োজকরা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে , এখন ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২২,৯২০ জন মারা গেছে। ভারতে আক্রান্তের সংখ্যা 900 এর কাছাকাছি। এই পরিস্থিতিতে দেশজুড়ে চালু হয়েছে ২১ দিনের লকডাউন। লকডাউন আবহে ফেসবুক টুইটার বা সোশ্যাল মিডিয়ায় সময় না কাটিয়ে বাঙালিকে সাহিত্য চর্চায় উৎসাহী করছে এই সংস্থা। যা একই সাথে অভিনব ও প্রশংসনীয়।