বাংলাহান্ট ডেস্ক : ফের দূরত্ব বাড়তে চলেছে নায়ক নায়িকার মধ্যে। নায়িকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরেও চুপ নায়ক। এদিকে মিথ্যে অভিযোগ মেনে নিতে না পেরেই ঘর ছাড়ে নায়িকা। নায়কের থেকে অনেক দূরে চলে যায় সে। শুরু হয় নতুন গল্প (Serial)। টিআরপি বাড়াতে গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
সিরিয়ালের (Serial) প্রোমোতে নতুন ইঙ্গিত
স্টার জলসায় ‘রোশনাই’ সিরিয়ালটি (Serial) বেশ প্রত্যাশা জাগিয়েই শুরু হয়েছিল। কিন্তু ইদানিং টিআরপি বেশ পড়েছে ধারাবাহিকটির। এমতাবস্থায় নম্বর তুলতে গল্পে বড় বদল আনা হতে পারে বলে মনে করছেন দর্শকরা। উপরন্তু রোশনাই এর নতুন প্রোমোও একই ইঙ্গিত দিচ্ছে।
নায়িকার জীবনে নতুন সমস্যা: কিছুদিন আগেই দেখা গিয়েছে, বিয়ের দিন গরিমাকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র হয়। গরিমার মা সুরঙ্গমাই এই কাণ্ড ঘটিয়ে দোষ চাপিয়েছে রোশনাইয়ের ঘাড়ে। এদিকে গরিমা আর রোশনাইয়ের মাঝে পড়ে চুপ করে থাকে আরণ্যক। রোশনাইয়ের হয়ে কিছুই বলতে দেখা যায়নি তাকে। তবে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয় রোশনাই।
আরো পড়ুন : এক ধাক্কায় গল্প এগোলো বহু বছর, বিদায় নিলেন জনপ্রিয় চরিত্র, ‘জগদ্ধাত্রী’তে এন্ট্রি জলসার নায়িকার
আরণ্যকের থেকে দূরে যাচ্ছে রোশনাই: এরপরেই নতুন প্রোমোতে (Serial) দেখা যায়, নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে রোশনাই। তবে যাওয়ার আগে একটি চিঠি লিখে রেখে যায় সে। পরে সেই চিঠি পড়ে আরণ্যকের হাতে। আরণ্যক সেই চিঠি থেকে জানতে পারে, রোশনাই তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। এরপরেই জানা যাবে, নতুন শহরে নিজের পরিচিতি গড়ে তুলতে চেষ্টা করবে রোশনাই। অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও অচেনা শহরে সে কিছুতেই মানিয়ে নিতে পারে না।
আরো পড়ুন : আজব কাণ্ড! মরে গিয়েও ফিরে এল নায়ক! সিরিয়ালের গল্প দেখে হেসে কুটিপাটি দর্শকরা
প্রসঙ্গত, অনুষ্কা গোস্বামীর জায়গায় তিয়াশা লেপচাকে এখনো রোশনাই হিসেবে মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ। তার প্রভাব পড়েছে টিআরপিতে। তাই কি টিআরপি তুলতে গল্পটাই (Serial) বদলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা? এখন থেকে রোশনাই এর নিজস্ব পরিচিতি গড়ে তোলার কাহিনি শুরু হতে চলেছে। আরণ্যককে ছাড়া এই লড়াইয়ে সে কতটা সফল হয় সেটাই দেখার।