বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা’। এবার এহেন এক ‘মহাবিদ্যার’ চোটেই কালাম ছুটেছে কলকাতার ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদা রেল কর্তৃপক্ষের। এমনিতে রেল স্টেশন থেকে অনেক সময়ই মোবাইল ফোন,ক্যামেরা সোনা-গয়না কিংবা টাকা-পয়সা অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি যাওয়ার ঘটনা জায়গা পায় খবরের শিরোনামে।
কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক নজিরবিহীন চুরির ঘটনা। যার ফলে রীতিমতো ঘুম উড়েছে রেল কর্তৃপক্ষের। জানলে অবাক হবেন, এই ইদানিং বেশ কায়দা করেই শিয়ালদা স্টেশন থেকে পানীয় জলের কল চুরি করছে একদল দুষ্কৃতী। এই অবাক করা ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারদিকে।
বিশেষ করে চোরের এই কাণ্ডে কার্যত মাথায় হাত রেল কর্তৃপক্ষের। এমনিতেই এবছর শুরু থেকেই রাজ্য জুড়ে রেকর্ড গরম পড়েছে। তাই নিত্যযাত্রীদের ক্ষণিকের স্বস্তি দিতেই বড় পাখা কিংবা ঠান্ডা পানীয় জলের মতো বেশ কিছু পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিল রেলমন্ত্রক। তাই গরমের হাত থেকে রেহাই দিতেই যাত্রীদের জন্য রেলস্টেশন গুলিতে বসানো হয়েছিল জল ঠান্ডা রাখার আধুনিক কুলার।
রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, মোট ১২টি এমন কুলার বসানো হয়েছিল। আর এই সমস্ত যন্ত্র পিছু রেলের খরচ হয়েছিল ১.২ লক্ষ টাকা। এমনিতেই ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী রেলের সম্পত্তি চুরি করা আইনত অপরাধ। কিন্তু এবার সেই সমস্ত নিয়মের তোয়াক্কা না করেই সমস্ত নিরাপত্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই শিয়ালদা স্টেশনের ওই সমস্ত আধুনিক কুলার গুলি থেকে চুরি হয়ে গিয়েছে বেশ কিছু কল।
আরও পড়ুন: ভোটের মধ্যেই বেনজির সিদ্ধান্ত! আচমকাই DA বাড়িয়ে কর্মীদের বড় উপহার দিল অর্থ দফতর
বিষয়টি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই নড়েচড়ে বসেন তাঁরা। খোঁজ নিয়ে দেখা যায় এই স্টেশন চত্বরের অধিকাংশ জল ঠান্ডা রাখার মেশিন গুলিতে কোনো কলই নেই। তাই এমন অদ্ভুত চুরির ঘটনায় কার্যত হতবাক নিত্যযাত্রীরা তো বটেই সেইসাথে রেল কর্মকর্তারাও।
অন্যদিকে এই গরমের মধ্যে ঠান্ডা জল না পেয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ নিত্যযাত্রীরা। তবে শিয়ালদার মতো এত ব্যস্ত একটা রেলস্টেশন যেখানে সারাক্ষণ কড়া নিরাপত্তা আর সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকে সেখান থেকে রেল রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে দুষ্কৃতীরা কুলার থেকে কল চুরি করে নিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
তবে এ প্রসঙ্গে কোন সদুত্তর দিতে না পারলেও রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তারা সব দিক খতিয়ে দেখছেন। পাশাপাশি যাত্রীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করে তারা জানিয়েছেন যদি কোন যাত্রী ওয়াটার কুলারের কল চুরি বা ভাঙার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে তা যেন শিয়ালদা স্টেশনের আরপিএফ কে জানানো হয়।