বাইকের পেছনে বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হল কুকুরকে; আরো এক পাশবিক দৃশ্যের সাক্ষী ভারত

বাংলাহান্ট ডেস্কঃ কেরালার (kerala) হাতিটি (elephant) এখনো সুবিচার পায়নি। এরই মধ্যে দেশের রাজধানী দিল্লি (delhi) থেকে উঠে এল ন্যাক্কারজনক ছবি৷ একটি কুকুরকে (dog) বাইকের পেছনে বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হল প্রকাশ্য রাস্তায়। ঘটনাটি ভাইরাল হতেই নেটদুনিয়ার সব স্তর থেকেই প্রতিবাদ উঠে এসেছে।

IMG 20200606 185119

কয়েকদিন আগে, কেরলের মালাপ্পুরম জেলায় বাজিভর্তি আনারস খাইয়ে হত‍্যা করা হল এক গর্ভবতী হাতিকে। সেই ঘটনার ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। সাধারন মানুষ থেকে তারকা সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন এই পাশবিক ঘটনা দেখে। আঁকা ছবি, কার্টুন, লেখায় বারে বারে উঠে আসছে হাতিটির প্রতি মানুষের অত‍্যাচারের কথা।

 

https://twitter.com/kaalicharan/status/1268119714825408512?s=19

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ দিয়েছেন ফরেস্ট অফিসার মোহন কৃষ্ণণ। তাঁর আবেগঘন লেখাটি পড়ে চোখ ভিজেছে সকলের। মোহন লিখেছেন, “ওর মুখের ভিতর বারুদ ঠাসা অনারসটা বিস্ফোরণ হওয়ার পরেও বোধহয় ও ঠিক বুঝতে পারেনি কী হয়েছে ওর সঙ্গে। তীব্র জ্বালা যন্ত্রনায় গোটা গ্রাম ঘুরে বেরিয়েছে। কিন্তু একটা বাড়িও ভাঙেনি। কোনও লোককে আক্রমণ করেনি। ও এমনই ছিল। সহজ-সরল। সবাইকে বিশ্বাস করত। তবে নিঃসন্দেহে ও বুঝেছিল অন্তিম সময় এগিয়ে এসেছে। আর তখন নিশ্চয় সবার আগে গর্ভস্থ সন্তানের কথাই মাথায় এসেছিল ওর।”

https://twitter.com/kaalicharan/status/1268214886754115584?s=19

দিল্লির অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি কুকুরটিকে একটি বাইকের সাথে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা দেখে ফেলায় সে দড়ি কেটে পালিয়ে যায়, কুকুরটিকে উদ্ধার করে স্থানীয়রাই। কুকুরটিকে এখন সঞ্জয় গান্ধীর আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া এবং তার যত্ন নেওয়া হচ্ছে। এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে গোটা নেট দুনিয়ায়। প্রত্যেকেই অপরাধীর দণ্ড চাইছেন

সম্পর্কিত খবর