মুক্তি পেতেই সুপারহিট, কোন নয়া রেকর্ড গড়ল স্ত্রী ২?

শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের ছবি ‘স্ত্রী ২’ (Stree 2) বক্স অফিসে একটি নজির তৈরি করছে। সাউথ এবং বলিউডের অনেক ছবির সঙ্গেই এই ছবিটি মুক্তি পেয়েছিল। কিন্তু ‘স্ত্রী ২’ (Stree 2) সবাইকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে। এই ইউনিভার্সের প্রথম অংশটিও চমৎকার ছিল। স্বল্প বাজেটে নির্মিত এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এখন ‘স্ত্রী ২’ও প্রেক্ষাগৃহে আলোড়ন সৃষ্টি করেছে। সঙ্গে একাধিক রেকর্ড নিজের নামেও করছে। আসুন জেনে নেই এই রেকর্ডগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য।

‘স্ত্রী ২’ মানুষ এতটাই পছন্দ করছে যে এটি তার প্রথম দিনের আয়ের মাধ্যমেই অনেক রেকর্ড ভেঙেছে এবং ২০২৪ সালের সবচেয়ে বড় উদ্বোধনী ছবি হিসেবে আবির্ভূত হয়েছে। এর আগে, এই বছরের সবচেয়ে বড় উদ্বোধনী ছবি ছিল ফাইটার, যেটি প্রথম দিনেই ২৪ কোটি রুপি ব্যবসা করেছিল। তবে ‘স্ত্রী ২’-এর প্রথম দিনটি ছিল এখনও পর্যন্ত সবচেয়ে লাভজনক দিন।

   

Untitled design 2024 08 12T132013.802 2

শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের ছবি ‘স্ত্রী ২’ (Stree 2) বক্স অফিসে একটি নজির তৈরি করছে

‘স্ত্রী ২’ শুধুমাত্র বছরের সবচেয়ে বড় ওপেনিং ফিল্ম হিসেবে প্রমাণিত হয়নি, হিন্দি ছবির তালিকায়ও এটি একটি বড় ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ‘স্ত্রী ২’-এর ওপেনিং ডে কালেকশন হয়েছে ৫১.৮ কোটি রুপি। যদি প্রিভিউ শোগুলিও অন্তর্ভুক্ত করা হয় তবে ব্যবসা ৬০ কোটিতে এসে পৌঁছেছে।

‘স্ত্রী’ প্রথম দিনেই সংগ্রহ করেছিল ৬.৮২ কোটি রুপি। বর্তমানে ‘স্ত্রী ২’ রাজকুমারের ছয় বছরের ক্যারিয়ারে সবচেয়ে বড় ওপেনিং ছবি হয়ে উঠেছে। এছাড়াও ‘স্ত্রী ২’ শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের জন্য একটি বড় ওপেনার হয়েছে। এর আগে, তাঁর শীর্ষ ওপেনিং ছিল সাহো যা ২৪.৬০ কোটি রুপি ব্যবসা করেছিল।

গত বছর ১৫ আগষ্ট সানি দেওলের ছবি ‘গদর ২’ যা ৫৫.৪০ কোটি রুপি আয় করেছিল। এমন পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন হয়তো এই রেকর্ড ভাঙা যাবে না। কিন্তু ‘স্ত্রী ২’ প্রথম দিনেই এই ভুল ধারণার অবসান ঘটিয়েছে। আর ১৫ আগষ্ট সর্বাধিক আয় করা ছবি হয়ে দাঁড়িয়েছে।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর