মানসিক অবসাদে দু বছর ধরে ঘরবন্দি, ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েও নতুন রূপে ফিরছেন নেহা আমনদীপ

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের চাহিদা পূরণে এখন চ‍্যানেল যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সিরিয়ালের (Serial) সংখ‍্যাও। তবুও তার মধ‍্যে থেকেই কিছু সিরিয়াল চিরদিনের জন‍্য দাগ কেটে যায় মনে। এমনি একটি সিরিয়াল ছিল ‘স্ত্রী’। জি বাংলায় ২০১৬-২০১৮ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল সিরিয়ালটি। ‘স্ত্রী’ সিরিয়ালটি মনে রাখার আরো একটি কারণ হল নায়িকা ‘নিরুপমা’। এই চরিত্রে অভিনয় করেছিলেন আমনদীপ সোনকার ওরফে নেহা আমনদীপ (Neha Amandeep)।

নাম শুনেই বুঝতে পারছেন, তিনি বাঙালি নন। কিন্তু বাংলা সিরিয়াল জগতের আরো পাঁচজন অবাঙালি অভিনেতা অভিনেত্রীর মতোই বাংলায় অত‍্যন্ত সড়গড় ছিলেন আমনদীপ। দর্শকদের বুঝতেই দেননি যে বাংলা তাঁর মাতৃভাষা নয়। মিষ্টি মুখ আর সাবলীল অভিনয় দিয়ে খুব তাড়াতাড়ি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন আমনদীপ। এই সিরিয়ালে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল নীল ভট্টাচার্যকে।

stree
স্ত্রী শেষ হওয়ার পরেই সান বাংলা চ‍্যানেলে ‘কনে বউ’ সিরিয়ালে সুযোগ পেয়ে যান তিনি। উল্লেখ‍্য, এই সিরিয়ালে ছিলেন আজকের ‘মিঠাই রানী’ সৌমিতৃষা কুণ্ডুও। কনে বউ শেষ হওয়ার পরে হঠাৎ করেই যেন ইন্ডাস্ট্রি থেকে উবে যান আমনদীপ। পর্দায় তো দূর, সোশ‍্যাল মিডিয়াতেও আর দেখা যেত না তাঁকে।

গত দু বছর ধরে আমনদীপ নামটাই এক রকম ভুলতে বসেছিল ইন্ডাস্ট্রি। সবকিছু থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। এতদিন কোনো সিরিয়ালেই দেখা যায়নি তাঁকে। কিন্তু অভিনয় থেকে হঠাৎ দূরে চলে গিয়েছিলেন কেন আমনদীপ?

Stree amandeep
সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনতা ভাঙেন তিনি। আমনদীপ জানান, ব‍্যক্তিগত কারণে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন আমনদীপ। যে অভিনয় তাঁর ভালবাসা ছিল সেটা থেকেই নিজেকে সরিয়ে ঘরবন্দি করে নিয়েছিলেন তিনি।

আমনদীপ জানান, সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি। এমনকি কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন একাধিক বার। দু বছর কেটেছে এমন ভাবেই। হঠাৎ দূর্গাপুজোর সময়ে তাঁর মন পরিবর্তন হয়। অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সোশ‍্যাল মিডিয়াতেও আবার নতুন করে সক্রিয় হয়েছেন আমনদীপ। অনুরাগীরাও তাঁকে ফেরত পেয়ে খুশি। পাশাপাশি লকডাউনের সময়ে নিজের একটি ব‍্যবসাও শুরু করেছেন আমনদীপ। এখন শুধু নতুন কাজের ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর