বাংলাহান্ট ডেস্কঃ রবিবার রাজ্যসভায় ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণের সঙ্গে দুর্ব্যবহারের জন্য বিরোধী সদস্যদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যসভার চেয়ারম্যান। সোমবার অর্থাৎ আজ জাতীয় সংসদে ২৫৬ ধারা অনুসারে এই প্রস্তাব পেশ করতে পারেন সংসদ বিষয়ক মন্ত্রী।
চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন
এই বিষয়ে, সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এই অন্যায়ের প্রতিবাদের শাস্তির জন্য বিশেষ কোন প্রস্তাব পেশ করার প্রয়োজন নেই। সূত্র থেকে জানা যায়, সংসদ বিষয়ক মন্ত্রী আরও বলেছেন, রাজ্যসভায় র্যাঙ্কসের ভিডিও ফুটেজ ভালো করে পর্যবেক্ষণ করা হবে। এই ভিডিও থেকে পরিষ্কার হয়ে যাবে সেখানে ঠিক কি ঘটেছিল। চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এই ঘটনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রাজ্যসভার ঘটনার নিন্দা করলেন রাজনাথ সিংও
এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে উপ-চেয়ারম্যান হরিবংশ নারায়ণের অপমানের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, রাজ্যসভার বৈঠক চলাকালীন যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক, বিব্রতকর এবং দুর্ভাগ্যজনক। তবে যখন যখন সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, ঠিক তখনও তখনই গণতন্ত্রের মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, হরিবংশ নারায়ণ একজন মূল্যবোধে বিশ্বাসী। সংসদের একজন স্পীকারের সঙ্গে এহেন আচরণ একেবারেই কাম্য নয়। অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটি। যে বিল দুটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা, তা ঐতিহাসিক। এতে কৃষকদের আয় বাড়বে। কিন্তু কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। উল্টে সেখানে সংসদীয় মর্যাদাকে অসম্মান করে স্পীকারের আসনের উপর চড়াও হয়ে তাঁর রুল বুক নিয়ে টানাটানি একেবারেই শোভনীয় নয়।