বাংলা হান্ট ডেস্কঃ সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির অভিযোগ আজকের নয়। অতীতে বহুবার রাজ্যের নানান প্রান্ত থেকে এমন অভিযোগ সামনে এসেছে। তবে আরজি কর কাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়ায় তুমুল অস্বস্তিতে পড়েছে প্রশাসন। তাই এবার সিভিকদের (Civic Volunteer) দৌরাত্ম্য রুখতে কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।
সিভিক ভলেন্টিয়াদের (Civic Volunteer) নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হল?
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কয়েকদিন আগে সিঁথির মোড়ে আন্দোলনরত পড়ুয়াদের জমায়েতে ঝামেলা করার অভিযোগ উঠেছে আর এক সিভিকের বিরুদ্ধে। এসব রুখতে এবার কড়াকড়ি পথে হাঁটল কলকাতা পুলিশ (Kolkata Police)।
- বেগতিক হলেই চাকরি থেকে ছাঁটাই!
সাম্প্রতিক অতীতে সিভিকদের ‘দাদাগিরি’তে একাধিকবার মুখ পুড়েছে প্রশাসনের। আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তে যেমন জানা গিয়েছে, ধৃত সঞ্জয় মদ্যপ অবস্থায় হাসপাতালে প্রবেশ করেছিল। একইরকমভাবে মদ খেয়েই সিঁথির মোড়ে গণ্ডগোল পাকিয়েছিলেন আর এক সিভিক ভলেন্টিয়ার। তবে এবার কলকাতা পুলিশের তরফ থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অন ডিউটি সিভিকরা মদ্যপান করার আগে দশবার ভাববেন।
আরও পড়ুনঃ জোর ঝটকা! রেশন কার্ড থাকলেও আর ফ্রি-তে মিলবে না খাদ্যসামগ্রী, ঘোষণা রাজ্য খাদ্য দফতরের
একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অতীতে যে সকল সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) অন ডিউটি অবস্থায় মদ্যপান করেছেন কিংবা যে সকল সিভিক ভলেন্টিয়ার নিয়মিত মদ্যপান করেন, তাঁদের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন নেওয়া হতে পারে। তাঁদের সোজা ছেঁটে ফেলা হতে পারে বলে খবর।
এখানেই শেষ নয়, এবার যদি কোনও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে তাহলেও রেহাই নেই! সেই অভিযোগ খতিয়ে দেখবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (Deputy Commissioner র্যাঙ্কের একজন আধিকারিক। তদন্তে যদি দেখা যায়, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দোষী, তাহলে তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হতে পারে বলে খবর।
এদিকে সিঁথি মোড়ে প্রতিবাদী শিক্ষার্থীদের জমায়েতে সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) ঝামেলার ঘটন্যায় ইতিমধ্যেই অ্যাকশন নেওয়া হয়েছে। গতকাল সকালে প্রায় ৫ ঘণ্টা বিটি রোড অবরুদ্ধ থাকার পর অভিযুক্ত সিভিক এবং ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে এফআই আর করা হয়েছে। কলকাতা পুলিশের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের ফলে আগামীদিনে এই ধরণের ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে।