করোনার তৃতীয় ঢেউ রুখতে কড়া মুডে মমতা সরকার, জারি নাইট কার্ফু, অমান্য করলেই জরিমানা

বাংলাহান্ট ডেস্কঃ করোনাকালে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ৩০ শে জুলাই অবধি। অন্যদিকে রাজ্যজুড়ে ধাপে ধাপে শিথিল হচ্ছে লকডাউনের বিধি নিষেধও। ট্রেন চলাচলের ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি থাকলেও, শিথিল করা হয়েছে বেশকিছু ক্ষেত্রে। তবে এখনও রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারী রয়েছে নাইট কার্ফু।

কিন্তু কার্ফু জারী থাকলেও, অনেক জায়গায় তা মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে বিন্দুমাত্র শিথিলতা মানতে চাইছে না রাজ্য সরকার। কঠোরভাবে কার্ফু কার্যকর করতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য।

969446 968737 night curfew ani 1626535127861 1626535131233

এই বিষয়ে মাঠে নামলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কড়া ভাবে কার্ফু পালনের জন্য প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ দিলেন তিনি। জরুরী প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা সবকিছু বন্ধ রাখার নির্দেশ দিলেন।

করোনার দ্বিতীয় পর্বে সংক্রমণের মাত্রা এখন অনেকটাই কম। কিন্তু তৃতীয় ঢেউ আসার পূর্বে পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, সেজন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে নবান্ন। আবার মানুষের অর্থনৈতিক সংকটের কথা মাথায় রেখে বিধি নিষেধের মধ্যেও ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রকে, শিথিল করা হয়েছে বেশকিছু বিধি নিষেধ।

তবে সরকারের জারি করা নির্দেশাবলী অমান্য করেই নির্ধারিত সময়ের পরও অনেক জায়গায় খোলা থাকছে দোকান বাজার, চলছে যানবাহনও। এমনকি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়ের জন্য জারী করা কার্ফুও মানা হচ্ছে না অনেক জায়াগায়, এমন খবরও পাওয়া গিয়েছে। এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য। প্রশাসনকে কড়া হওয়ায় নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সঙ্গে প্রয়োজনে আইন অমান্য করলে, জরিমানা করার ঘোষণাও করলেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর