বাইকে শিশুদের তুললে মানতে হবে কড়া আইন, নাহলেই কঠোর শাস্তি! নয়া নিয়ম আনছে কেন্দ্র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চলতি পথে রাস্তায় এখন চার চাকার গাড়ির তুললায় দু চাকার গাড়ির সংখ্যাই বেশি। যানজট এড়িয়ে সহজেই দ্রুত নিজের গন্তব্য স্থলে নিয়ে যেতে বাইক স্কুটির জুড়ি মেলাভার। তবে এবার বাইকে শিশুদের আরোহন নিয়ে কিছু কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।

বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তায় হেলমেট বিহীন বাইক চালক দেখা যায়। আবার সঙ্গী যে আরোহী থাকে, তাকেও হেলমেট ছাড়াই দেখা যায়। আবার শিশুদের ক্ষেত্রেও দেখা যায় হেলমেট ছাড়াই বসানো হয়েছে বাইকে। তবে এবার এসব বন্ধ করতে কড়া হাতে রাশ টানতে চাইছে কেন্দ্র সরকার।

১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইনে সংশোধন আনতে চেয়ে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক ২০২২ সাল থেকে নতুন বিধি কার্যকর করতে চাইছে। যেখানে দু চাকার গাড়িতে বাচ্চাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।

জানা গিয়েছে, মঙ্গলবারই আইনের খসড়া প্রকাশিত হয়ে গিয়েছে। তবে এবার এই আইন তৈরি হয়ে গেলে, সমস্ত রাজ্যকেই সেই নিয়ম মেনে চলতেই হবে।

নতুন এই আইনে বলা হয়েছে-

৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের মোটরসাইকেলে বসালে, তাঁদের জন্য হেলমেট বাধ্যতামূলক থাকছে। সাধারণ নয়, আইএসআই মার্কযুক্ত হেলমেট থাকতে হবে শিশুর মাথায়।

শিশুরা সঙ্গে থাকলে সর্বোচ্চ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে মোটরসাইকেল চালাতে পারবেন চালক। এর থেকে বেশি গতি করা যাবে না।

চলন্ত বাইকে চালকের সঙ্গে শিশু আরোহীকের বেঁধে রাখার জন্য অর্থাৎ শিশুর নিরাপত্তার জন্য ‘সেফটি হারনেস’ ব্যবহারও বাধ্যতামূলক। তবে এই ‘সেফটি হারনেস’ যাতে সহজেই ছোট বড় করা যায় এবং তা যেন টেকসই ও হালকা হয়। মাল্টিফিলামেন্ট নাইলন দিয়ে তৈরি হলে ভালো হয়।

আর কোন চালক যদি শিশু সঙ্গে থাকা সত্ত্বেও, এই সকল নিয়মাবলী না মেনে চলেন তাহলে আইন ভঙ্গকারীদের এক হাজার টাকা জরিমানা এবং সেইসঙ্গে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।

X