দিঘায় সমুদ্রস্নান রুখতে কঠোর হচ্ছে প্রশাসন! জলোচ্ছ্বাসের মাঝে বিচে গেলেই মিলবে কড়া শাস্তি

   

বাংলাহান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাব রবিবার সকাল থেকেই পড়তে শুরু করেছিল সৈকত নগরী দিঘাতে। গতকাল সকাল থেকেই দিঘা, তাজপুর, মন্দারমণির সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সকালবেলায় জোয়ার শুরু হতেই ঢেউ আছড়ে পড়তে থাকে ওল্ড দিঘার গার্ড ওয়াল পার করে। দিঘার পাশাপাশি তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় শংকরপুরেও। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই সতর্ক হয়ে যায় প্রশাসন।

সতর্কতামূলক প্রচার চালানো শুরু হয় পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী শহরগুলিতে। সমুদ্রের আশেপাশে রবিবার গোটা দিন প্রশাসনের তরফে নিয়ন্ত্রণ করা হয়েছে পর্যটকদের গতিবিধি। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু পর্যটক উত্তাল সমুদ্রের পাশেই তোলেন সেলফি। এছাড়াও ঘূর্ণিঝড়ের (Cyclone) জেরে সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে স্থানীয়রাও ভিড় করেন।

আরোও পড়ুন : ‘রেমাল’ বিপত্তির মাঝেও চলবে বন্দে ভারত, শতাব্দী, ব্ল্যাক ডায়মন্ড! যাত্রীদের জন্য আপডেট রেলের

আজ অর্থাৎ সোমবারও দক্ষিণ পূর্ব রেল বাতিল করেছে দিঘাগামী কান্ডারি এক্সপ্রেস এবং কিছু ইএমইউ ট্রেন। সোমবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দিঘায় (Digha)। তারসাথে বইছে দমকা হাওয়া। নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সকালে কিছু পর্যটক আসেন সমুদ্র স্নান করতে। তবে সমুদ্র স্নান বন্ধ করে দেওয়া হয় জোয়ারের কারণে। এছাড়াও নিষেধাজ্ঞা রয়েছে সমুদ্রে নামার ক্ষেত্রেও।

digha 1

 

যে পর্যটকেরা স্নান করছিলেন তাদেরকে তুলে দেওয়া হয়। আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পূর্ব মেদিনীপুর জুড়ে। বেলা বাড়ার সাথে সাথে ঝড়ের দাপট কমবে। তবে আজ সারাদিন বৃষ্টি চলবে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে তৎপর থাকা হচ্ছে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর