বাংলা হান্ট ডেস্কঃ সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে বাইশগজে গড়াতে চলেছে আইপিএলের বল। আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে বসতে চলেছে 13 তম আইপিএলের আসর। যেহেতু এই মুহূর্তে ভারতবর্ষে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে সেই কারণে ভারতের বদলে এবার আইপিএল হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে।
তবে করোনা আবহে যাতে কোনোভাবেই আইপিএল কালিমালিপ্ত না হয় অর্থাৎ আইপিএলে যাতে কোনভাবে দুর্নীতির ছায়া প্রবেশ করতে না পারে সেই দিকে কড়া নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 2013 সালে আইপিএলের স্পট ফিক্সিং থেকে শিক্ষা নিয়ে এবার আরো কড়াকড়ি বিসিসিআই।
2013 সালে আইপিএলে বড়োসড়ো ম্যাচ ফিক্সিং হয়েছিল। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নির্বাসনে পাঠানো হয়েছিল শ্রীসন্থ সহ মোট তিনজন ভারতীয় ক্রিকেটারকে। এছাড়াও ফিক্সিং করার দায়ে দুই বছর নির্বাসিত হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস।
বৃহস্পতিবার বোর্ডের দুর্নীতি দমন শাখার সঙ্গে যুক্ত করা হল স্পোর্টরর্যাডার ইন্টেগ্রিটি সলিউশন সংস্থাকে। এই বিশেষ সংস্থা এবারের আইপিএলের ওপর কড়া নজরদারি চালাবে। যাতে কোনভাবেই এবারের আইপিএলে দুর্নীতির কালো ছায়া প্রবেশ করতে না পারে সেই দিকে কড়া নজর রাখবে এই সংস্থা। কখন কোন ম্যাচকে বুকিরা টার্গেট করতে পারে তার আভাস আগে থেকেই বিসিসিআইয়ের কাছে পৌঁছে দেবে এই সংস্থা।