সনাতন গরাই,কাঁকসা: কাঁকসার বিদবিহারের বিজেপি কর্মীরা বিধবিহার পঞ্চয়েত ঘেরাও করলো বুধবার।কাটমানি ফেরতের দাবিতে গোটা বিধবিহার অঞ্চলের বিজেপি কর্মীরা আসেন।আসেন বিজেপি নেতা রমেন শর্মা,মন্ডল সভাপতি সুজন বিশ্বাস।রমেন শর্মা বলেন তৃনমুল সরকার গরিব মানুষের টাকা লুটে নিয়ে গরীবদের সর্বশান্ত করে দিয়েছে।কিছু তৃনমুলের মাফিয়া নেতা বিভিন্ন কাজ দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়েছে।
সেইসব কাটমানি ফেরতের জন্য বিদবিহারের কর্মী সমর্থকেরা তুমুল বিক্ষোভ দেখায়।রমেন শর্মা জানান তৃনমুলের পুলিশ অন্যায় করে,কিন্তু এই পুলিসি বিজেপির সময় গুন্ডা মাফিয়াদের জেলে টেনে ভরবে নাহয় এনকাউন্টার করে সেখানেই ফেলে দেবে।অঞ্চলের সমস্ত মানুষের টাকা ফেরতের জন্য এইদিন পঞ্চায়েতে লিখিত স্বারকলিপি জমা দেওয়া হয়।বিভিন্ন কাজের হিসাব দেওয়ার দাবি জানায় পঞ্চায়েতে।
তৃনমুলের মন্ডল সভাপতি সুজন বিশ্বাস জানান বিজেপি সরকার সবসময় গরিব মানুষের পাশে।রমেন শর্মা জানান বিদবিহারের কিছু কয়লা মাফিয়া বালি মাফিয়া ও কিছু তৃনমুলের নেতা এই কাটমানি সাথে যুক্ত তাদের শাস্তি হওয়া দরকার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার